Mamata Banerjee: দিঘার রথযাত্রা ছেড়ে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মমতা

Mamata Banerjee: দিঘার রথযাত্রা নিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল রাজ্যের। শুক্রবার সেই রথযাত্রায় যোগও দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আরতি করতে দেখা যায় তাঁকে।

Mamata Banerjee: দিঘার রথযাত্রা ছেড়ে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মমতা
দিঘায় মমতাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 27, 2025 | 7:07 PM

কলকাতা: সূচি অনুযায়ী রথযাত্রার আগেই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব। শুক্রবার জগন্নাথের রথযাত্রায় অংশও নেন মুখ্যমন্ত্রী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন মমতা।

সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল শনিবার। কিন্তু তার আগেই, শুক্রবারই ফিরে আসছেন মমতা। সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিঘা ছেড়ে রওনা হন তিনি।

কী কারণে তিনি তড়িঘড়ি কলকাতায় ফিরছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, কসবার ল কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পর তৃণমূল যে অস্বস্তিতে পড়েছে, তার মধ্যে মমতার ফেরার খবর খুবই তাৎপর্যপূর্ণ।

শুক্রবার দুপুর থেকে কসবার আইন কলেজে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল কলকাতা। এক ছাত্রীকে কলেজ চত্বরেই ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।