Mamata Banerjee: ‘সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে’, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 19, 2023 | 3:20 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী তোপ দাগেন, "টিএমসি-র বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে।সাগরদিঘিতে টাকার খেলা চলছে।"

Mamata Banerjee: সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: কালীঘাটে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এবার জেলা বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাওয়াড়ি সেই বৈঠকের তালিকায় প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ। সাগরদিঘিতে হারের পর পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ দিয়ে শুরু হল জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। রবিবার সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী তোপ দাগেন, “টিএমসি-র বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে।সাগরদিঘিতে টাকার খেলা চলছে।” তাঁর আরও বিস্ফোরক বক্তব্য, “অধীররঞ্জন চৌধুরী আরএসএস-এর হয়ে কাজ করছে।” রবিবার মুর্শিদাবাদের জেলার নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই সেই ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। জেলা নেতৃত্ব ফোনে নেত্রীকে বলেন, “২৮ তারিখের পর থেকেই পাট্টা বিলির কাজ শুরু হয়ে যাবে।” তারপরই তিনি বলেন, “গোটা জেলা জুড়ে একটা চক্রান্ত চলছে। বিশেষ করে মাইনোরিটিদের ভুল বোঝানো হচ্ছে।” তখনই শোনা যায় ফোনের অপর প্রান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অধীর চৌধুরী আরএসএস-এর সঙ্গে হাত মিলিয়েছে।”

প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনে বাম–সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত হন। এই হার নতুন বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বাম কংগ্রেস জোট প্রার্থীর জয় শাসক নেতৃত্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অধিকাংশই ছিল শাসকের আওতায়। তা কেন হাতছাড়া হল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে তৃণমূল অন্দরেই। ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে পর্যালোচনার দায়িত্বে দেওয়া হয়েছে একদল শীর্ষ নেতৃত্বের ওপর।

সাগরদিগিতে জোট প্রার্থী বায়রন বিশ্বাস পেয়েছেন ৪৭.৩৫ শতাংশ, তৃণমূল ৩৪.৯৩ শতাংশ ভোট। সাগরদিঘিতে বসে রবিবারই অধীর চৌধুরী হুমকি দেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানির এসেছিল মুর্শিদাবাদ দখল করতে, আমরা তাড়িয়েছি। ভবানীপুর থেকে দিদি এসেছিলেন মুর্শিদাবাদ দখল করতে, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উঠিয়ে দেব। তৃণমূল এই জেলায় অনুপ্রবেশকারী।” আর এদিনই কালীঘাটে বসে অধীরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। আর সেই কারণেই সংখ্যালঘুদের ভোট হাতছাড়া হয়েছে বলে দাবি তাঁর। সাগরদিঘির থেকে শিক্ষা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার বাকি জেলাগুলিকে নিয়ে ঘুঁটি সাজাচ্ছে শাসকদল। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক শুরু করলেন সুপ্রিমো।

Next Article