Mamata Banerjee industry meet: ৪১ লক্ষ চাকরির সুযোগ রাজ্যে, নবান্ন থেকে বড় ঘোষণা মমতার

Mamata Banerjee industry meet: শিল্প করিডর থেকে শিল্প সম্মেলন, একাধিক ঘোষণা নবান্নের বৈঠকে।

Mamata Banerjee industry meet: ৪১ লক্ষ চাকরির সুযোগ রাজ্যে, নবান্ন থেকে বড় ঘোষণা মমতার
নবান্নে বৈঠকে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 6:56 PM

কলকাতা: নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও বিভিন্ন দফতরের সচিবেরা। অর্থনৈতিক করিডর থেকে শুরু করে রাজ্যে শিল্পে বিভিন্ন বিনিয়োগের কথা এদিন ঘোষণা করেছেন তিনি। শিল্পের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

কী কী উঠে এল নবান্নের বৈঠক থেকে, একনজরে:

  1. এমএসএমই-তে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তার ফলে ৪১ লক্ষ মানুষের নতুন চাকরি হবে। এটা কিন্তু বড় ব্যাপার: মমতা।
  2. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবার অফিস খুলছে কলকাতায়। ২১ মার্চ মউ স্বাক্ষর হবে। আমি চেম্বারগুলিকে বলব যদি উপস্থিত থাকেন, তাহলে ভাল হবে। ৩৫ লক্ষ বর্গ ফুট জমি নিচ্ছে। ৩০ হাজার চাকরি তৈরি হবে। দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করছে : মমতা।
  3. ২১, ২২ ও ২৩ বাংলায় হবে শিল্প সম্মেলন। নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা।
  4. বাংলায় মেট্রো কোচ তৈরি হচ্ছে। ওয়াগন শিল্পও পেয়েছে বাংলা : মমতা।
  5. টাটা হিতাচি, জামশেদপুরে তাদের কারখানা বন্ধ করে পশ্চিমবঙ্গের খড়গপুরে চলে আসছে : মমতা।
  6. বার্লিন থেকে পর্যটনে পুরস্কার পেয়েছে বাংলা। সেরা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। এদিন পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী সেই পুরস্কার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
  7. মালদহ, বালুরঘাট, কোচবিহারে এয়ারপোর্ট তৈরি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সবরকমের চেষ্টা হচ্ছে।
  8. মুখ্যসচিব জানিয়েছেন, দেউচায় খনির কাজ শুরু হবে এবছরেই। মুখ্যমন্ত্রীর দাবি, দেউচার কয়লাখনির কয়লা অত্যন্ত মূল্যবান।
  9. কেন আমরা পোস্ত বাইরে থেকে বেশি টাকা দিয়ে কিনে খাব? এখানকার কৃষকেরা এই চাষ করতে চায়। এতে তারা লাভবান হবে: মমতা।
  10. বাংলার ডেয়ারি ভাল চলছে, ভাল চলবেও। আমি চাইছি ফ্র্যাঞ্চাইজি দিতে। তাহলে ব্লকে ব্লকে ব্যবসা হতে পারে। আমরা জায়গা দেব, দোকান দেব। আপনি ব্যবসাটা করুন: মমতা।
  11. যাঁদের হোটেল আছে, তাঁরা প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা করুন, তাহলে আপনারা নিজেদের হোটেলের কর্মী সেখান থেকেই পেয়ে যাবেন: মমতা।
  12. দরকার হলে বিশ্ববঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে। বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে: মমতা।
  13. সিলিকন ভ্যালিতে যারা জায়গা নিয়ে ফেলে রেখেছে, তাদের বলতে হবে, হয় তারা শিল্প গড়ুক, নাহলে জমি ফেরত নিয়ে নেওয়া হবে: মমতা।
  14. বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে ও জয়পুরে বৈঠক করা হবে: মমতা।
  15. হলদিয়ায় তৈরি হচ্ছে টয় পার্ক। নিউ টাউনেও যাতে করা যায়, তা দেখতে বললেন মুখ্যমন্ত্রী।