কলকাতা: বুধবার বিকেলে রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে প্রবেশ করেন তিনি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। আলোচনায় থাকতে পারে আসন্ন বাজেটের প্রসঙ্গও। আগামী ফেব্রুয়ারি মাসে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এরপর রাজ্যেও হবে বাজেট অধিবেশন। তার আগেই রাজ্যপালের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে মমতার।
রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একাধিকবার প্রকাশ্য়ে এসেছে। সি ভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন কখনও উপাচার্য নিয়োগ, কখনও পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংঘাত সামনে এসেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যপাল। এখনও উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে রাজ্য়পালের সঙ্গে সাক্ষাতে মমতা।
৪৫ মিনিট বৈঠক হয় মমতা ও রাজ্যপালের। বেরিয়ে মমতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বৈঠক হয়েছে রাজ্যপালের সঙ্গে। ভালভাবে সেই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।