Digha-Jagannath Temple: ঝাঁটার জন্য ৫ লক্ষ টাকা দেবেন, দিঘার মন্দির নিয়ে আর কী কী বললেন মমতা
Digha-Jagannath Temple: আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তার আগে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। গোটা এলাকা নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে।

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে প্রস্তুতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বুধবার নবান্নে ওই মন্দির সংক্রান্ত বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিরাপত্তা সহ সব আয়োজন করে ফেলা হয়েছে দিঘায়।
কী কী ব্যবস্থা থাকছে দিঘায়
১. ২৯ থেকে ৩০টি এয়ার কন্ডিশনার হ্যাঙার থাকছে। সেখানে প্রায় ৬৫০০ লোক থাকতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শিল্পপতিদের জন্য কনভেনশন সেন্টারে ব্যবস্থা করা হচ্ছে।
২. থাকবে জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং অ্যাম্বুল্যান্স।
৩. ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে। এরপর ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।
৪. ১২০০০ হাজারের মতো লোক সমাগম হতে পারে। বেশি ট্রেন চালিয়ে প্রচুর লোক এসে পড়লে সমস্যা বাড়বে। আরও কিছু ফাঁকা মাঠ বা পার্ক পাওয়া গেলে স্ক্রিন লাগিয়ে আমরা কিছু করতে পারি। মন্দিরের সামনে পুরো কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হবে।
৫. দিঘা জুড়ে স্থায়ী সিসিটিভি-র ব্যবস্থা করা হবে। পুরো রাস্তা ধরে অস্থায়ী ওয়াচ টাওয়ার থাকে। কোলাঘাট থেকে দিঘা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ।
৬. গঙ্গাসাগরে যাঁরা নিরাপত্তায় মোতায়েন ছিলেন, তাঁদেরকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য দায়িত্ব দিতে ডিজি রাজীব কুমারকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দিরে সোনার ঝাঁটা দেবেন। অ্যাকাউন্ট তৈরি হলেই তার জন্য ৫ লক্ষ ১ টাকা দেবেন মমতা। তিনি বলেন, “যদি কোনও ত্রুটি হয়, এই অনুষ্ঠান নিয়ে আগাম ক্ষমা চেয়ে রাখছি। চাই না যাতে বেশি ভিআইপি যান। আমরা কিছু তালিকা দেব এবং কয়েকজন মন্ত্রীকে যেতে বলব। অরূপ বিশ্বাস, পুলক রায, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য ওখানে ২৭ তারিখ চলে যাবেন।”





