Mamata Banerjee: রিকাউন্টিংয়ের কথা মমতার মুখে, কোন কোন আসনে সংশয় মমতার?

Mamata Banerjee: মমতা বলেন, "তমলুকে ওটা ইলেকশন নয়, নন্দীগ্রামে আমার সময় যা করেছিল ওখানেও তাই করেছে। তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতে হেরেছে।" মমতা অভিযোগ করেন, বিজেপির অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না।

Mamata Banerjee: রিকাউন্টিংয়ের কথা মমতার মুখে, কোন কোন আসনে সংশয় মমতার?
মমতা বন্দ্যোপাধ্য়ায়।Image Credit source: PTI

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 04, 2024 | 7:44 PM

কলকাতা: তিন লোকসভা কেন্দ্র নিয়ে বিতর্ক শুরু। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, কাঁথি, তমলুক আসনে তাঁর সংশয় রয়েছে। তিনি আবার গণনা চাইছেন এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আরও ৩-৪টে সিট আমাদের পাওয়ার আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে।”

মমতা বলেন, “তমলুকে ওটা ইলেকশন নয়, নন্দীগ্রামে আমার সময় যা করেছিল ওখানেও তাই করেছে। তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতে হেরেছে।” মমতা অভিযোগ করেন, বিজেপির অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না।

মমতা বলেন, “কন্টাইয়ে জেতার পরও বিজেপি অবজারভার সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে বিজেপিকে জেতাতে। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। অবজারভাররা রাজনীতি করলে আই অ্যাম সরি।”

মমতার এই বক্তব্যের পরই মুখ খোলেন বিজেপির বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এই সিট আমরা জিতে গিয়েছি। দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেস মিট করেছেন বিপ্লব মিত্র নাকি জিতে গিয়েছেন। এর কোনও বাস্তবতা নেই। আমাকে সার্টিফিকেট দিতেই বা কেন দেরি হচ্ছে জানি না। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে দেরি করছে কি না জানি না।”