Mamata Banerjee on By Election Result: ‘কুৎসা, চক্রান্ত, অপপ্রচার সত্ত্বেও…’, ফল প্রকাশের পরই কালীঘাটে পৌঁছলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 16, 2022 | 6:22 PM

Mamata Banerjee on By Election Result: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এই জয়ে স্বভাবতই খুশি তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee on By Election Result: কুৎসা, চক্রান্ত, অপপ্রচার সত্ত্বেও..., ফল প্রকাশের পরই কালীঘাটে পৌঁছলেন মমতা
কালীঘাটে পুজো দিলেন মমতা

Follow Us

কলকাতা : কয়েকদিন আগেই কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার ফের সেই মন্দিরে পুজো দিতে পৌঁছলেন তিনি। কারণ দুই কেন্দ্রের ফলাফলেই জয়ের হাসি হেসেছে ঘাসফুল শিবির। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের ব্যবধান খুব বেশি না হলেও আসানসোলে বড়সড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। শুধু তাই নয়, দীর্ঘদিন বিজেপির হাতে থাকা আসানসোলে প্রথমবার ক্ষমতায় এসেছে তৃণমূল। আর এই জয়ে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা।

এ দিন পুজো দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। এই জয় আমাদের আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করবে।’ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি। জয় প্রসঙ্গে মমতা বলেন, ‘বিরোধীদের এত কুৎসা, চক্রান্ত, অপপ্রচার থাকা সত্ত্বেও মানুষের আস্থাটাই আমাদের ভরসা হয়ে উঠবে।’ তৃণমূলের ওপর যাতে মানুষ বিশ্বাস রাখে, সেই বার্তাই দিয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরে একের পর এক ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করেছে বিরোধীরা। সেই প্রসঙ্গের উল্লেখ না করেই মমতা বার্তা দেন যাতে ভুল খবরে কেউ বিভ্রান্ত না হন। মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সে দিকে নজর রাখার কথা বলেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মোবাইলে একটা ছোট্ট ভাইরাল থেকে ভুল খবর ছড়ায়। সত্যিটা বের করে আনতে হবে। মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সে দিকে নজর রাখতে হবে।’

কিছুদিন আগেই বগটুই হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ও প্রশাসনের দিকে। তারপর একের পর এক নারী নির্যাতন, হেনস্থা, ধর্ষণের মতো ঘটনাতেও শাসক দলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। এই আবহেই উপ নির্বাচন হয়েছে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে। দু জায়গাতেই সাফল্য পেয়েছে শাসক দল।

আরও পড়ুন : High Alert in Jangal Mahal: জঙ্গলমহলে বড়সড় নাশকতার ছক কষছে মাওবাদীরা, সন্ধে ৬ টার আগেই নেতাদের বাড়ি ফেরার পরামর্শ পুলিশের

Next Article