Mamata Banerjee in Adyapeath: ‘আদ্যাপীঠে সেদিন আর কোনও শাড়ি আসেনি…’, ১৪ বছর আগের এক অদ্ভুত ঘটনার কথা শোনালেন মমতা

Mamata Banerjee in Adyapith: ঘটনার কথা বলে মমতা বলেন, "কিছু কিছু ঘটনায় বিশ্বাস তৈরি হয়। কেউ হয়ত বলবে নাটক, কেউ বলবে কুৎসা।"

Mamata Banerjee in Adyapeath: 'আদ্যাপীঠে সেদিন আর কোনও শাড়ি আসেনি...', ১৪ বছর আগের এক অদ্ভুত ঘটনার কথা শোনালেন মমতা
অলংকরণ- TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 12:20 AM

কলকাতা: বাড়িতে নিয়ম করে প্রতি বছর কালী পুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত পুজো পাঠের কথাও তিনি বলেছেন বিভিন্ন সময়ে। তবে আদ্যাপীঠে তাঁর মায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, ১৪ বছর পর সেই আদ্যাপীঠে গিয়ে সেই ঘটনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আজও আমার গায়ে কাঁটা দেয়। কিছু কিছু ঘটনা বিশ্বাস তৈরি করে।” মঙ্গলবারই আদ্যাপীঠে গিয়েছিলেন মমতা। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-ও।

পুজো দিয়ে বেরিয়ে মমতা বলেন, “২০০৯ সালের ঘটনা। আমি তখন রেলমন্ত্রী ছিলাম। ছোট বোনকে নিয়ে আমার মা পুজো দিতে এসেছিলেন। মাকে একটা সুতির লালপেড়ে শাড়ি কিনে দিয়েছিলাম, যেটা আদ্যা মাকে পরাবেন বলে এসেছিলেন।” মুখ্যমন্ত্রী জানান, তাঁর মা ও বোন সেদিন ভোর ৪ টে থেকে মন্দিরে অপেক্ষা করছিলেন শাড়ি পরানোর জন্য। পরে আদ্যাপীঠের তরফে কেউ তাঁদের কাছে জানতে চান, তাঁর মা শাড়ি এনেছেন কি না। সাধারণ শাড়ি দেখেই না কি প্রথমে তা গ্রহণ করা হয়নি।

মমতা জানান, তাঁর মা’কে বলা হয়েছিল, “আপনি একটু বসুন। অনেক দামি দামি শাড়ি আসবে। আমরা বেনারসী পরাই। পরানোর সময় আমরা আপনার শাড়িটা পুজোয় দিয়ে দেব।” সেই শুনে বিকেল পর্যন্ত বসেছিলেন তাঁর মা। পরে বিকেল ৫ টা নাগাদ তাঁকে ফের শাড়ির কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “আপনারাই তো বললেন পুজোয় দেওয়া হবে। তাই অপেক্ষা করছি।” এরপর জানা যায়, সে দিন মন্দিরে আর কোনও শাড়িই আসেনি। তাই পুরোহিত তাঁর মায়ের শাড়িই সেদিন আদ্যা মাকে পরিয়ে দিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এই ঘটনার কথা বলে মমতা বলেন, “কিছু কিছু ঘটনায় বিশ্বাস তৈরি হয়। কেউ হয়ত বলবে নাটক, কেউ বলবে কুৎসা। তবে আমি অন্তর থেকে মা (আদ্যা মা)-কে ভালবাসি।”