ED Raid I-Pac Office: ল্যাপটপ-মোবাইল আর এইসব তথ্য,’টেবিল ফাঁকা’ করে তৃণমূলের কী কী নিয়ে গেল ED?

Mamata Banerjee: তিনি আরও বলেন, "ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।"

ED Raid I-Pac Office: ল্যাপটপ-মোবাইল আর এইসব তথ্য,টেবিল ফাঁকা করে তৃণমূলের কী কী নিয়ে গেল ED?
ইডি তল্লাশিImage Credit source: Tv9 Bangla

Jan 08, 2026 | 2:46 PM

কলকাতা: বৃহস্পতিবার যেন তৃণমূলের কাছে ‘হ্যাপেনিং ডে’। সকাল থেকে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের অফিসে চলছিল তল্লাশি। এর পাশাপাশি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতও হানা দেয় ইডি। খানিকবাদেই দেখা যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোজা পৌঁছে যান প্রতীকের বাড়িতে। তারপর হাতে নিয়ে বেরিয়ে আসেন সবুজ ফাইল। এরপর চলে যান সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে। প্রায় ৪৫ মিনিট পর নিচে নেমে সংবাদ মাধ্যমকে মমতা জানান ইডি কী কী নিয়ে গেছে।

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, বুথ প্রেসিডেন্ট এর তালিকা, প্রার্থীদের তালিকা, দলীয় কৌশল গত নথি সব নিয়েছে। একই সঙ্গে, হার্ডডিস্ক, পার্টির কাগজপত্র, ল্যাপটপ, ফোন সব নিয়েছে। মমতার কথা অনুযায়ী, পুরো টেবিল ফাঁকা করে দিয়ে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের জেতার স্ট্রাটেজি ছিনিয়ে নিয়েছে ওরা। সব সীমা ছাপিয়ে গিয়েছে। টাকা-পেশী শক্তির ব্যবহার হচ্ছে। I am Sorry কিন্তু এই ইডি হানার পর আপনাদের আসন শূন্য হবে প্রধানমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন।”

তিনি আরও বলেন, “ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।”