
কলকাতা: পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সঙ্গীত নির্দিষ্ট করার প্রস্তাব আগেই পাশ হয়েছিল বিধানসভায়। আজ থেকেই রীতি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্পিকার সহ দলের বিধায়কেরা। অনুষ্ঠান শেষে সবাইকে একসঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে বলেন মমতা। গানের সময় সবাইকে উঠে দাঁড়াতে বলেন তিনি। এরপর মমতা জানান, এই মঞ্চ থেকেই শুরু হল রীতি। এরপর সব সরকারি অনুষ্ঠানেই এই গান গাওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা।
গত ৭ সেপ্টেম্বর বিধানসভায় এই গান সংক্রান্ত বিল পাশ হয়েছিল। বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলার মাটি, বাংলার জল।’ তবে সেই গান গাওয়া হয়নি কোথাও। এবার থেকে এই গানের সময় উঠে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মঞ্চেও গাওয়া হবে এই গান। সে কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ছত্তীসগঢ়, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে, তবে পশ্চিমবঙ্গের কোনও আলাদা রাজ্য সঙ্গীত ছিল না। সে কারণেই রাজ্য সঙ্গীত প্রস্তাব আনা হয়েছিল। সেটা স্বীকৃতি পেল এবার।
এদিনের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেনকে একসঙ্গে মঞ্চে উঠে গাইতে অনুরোধ করেন মমতা। এই দুই বিধায়কের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে একাধিকবার। এদিন মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁরা একসঙ্গে মঞ্চে উঠলেও দু পাশে দাঁড়িয়ে দুজনে গান গেয়ে মঞ্চ থেকে নেমে যান।