Mamata Banerjee: বোসের ‘গোপন কথা’ গোপন রাখতে চান মমতাও, বললেন, ‘একান্তই ব্যক্তিগত’
Mamata Banerjee: গত শনিবার রাজভবন সূত্রে জানা গিয়েছে, মুখবন্ধ খামে চিঠি গিয়েছে রাজভবন থেকে। একটি নবান্নে, অন্যটি কেন্দ্রে। সেই চিঠিতে রাজ্যপাল ঠিক কী লিখেছেন, কেনই বা পাঠিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কলকাতা: চিঠি-রহস্য কাটছে না কোনওভাবেই। রাজ্যপাল তাঁর দেওয়া চিঠি সম্পর্কে বলেছেন ‘গোপন কথা’। এরপরই মুখ্যমন্ত্রী বললেন ‘ব্যক্তিগত চিঠি’। তাই প্রকাশ করা যাবে না। শনিবার মধ্যরাতে রাজভবন থেকে যে চিঠি গেল নবান্নে, প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলল, সেই চিঠি নিয়ে কেন কোনও পক্ষই মুখ খুলছে না? তাতেই জল্পনা বাড়ল আরও। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, চিঠিটা এমন কিছু নয়। নেহাতই তাঁর বিদেশ সফরের আগে শুভ কামনা জানিয়ে পাঠানো হয়েছে। কিন্তু মধ্যরাতে খামবন্ধ চিঠিতে কি সত্যিই নিছক ‘বেস্ট উইশেস’?
মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁর সফরসূচি জানানোর পরই ওই চিঠি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। শুনেই মুখ্যমন্ত্রী হালকা সুরেই বলেন, না না না, সেরকম কোনও চিঠি দেননি। আমি বাইরে যাচ্ছি, তাই শুভ কামনা জানিয়েছেন। একান্তই ব্যক্তিগত। সেই সঙ্গে মমতা আরও বলেন, “ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না। এটা একটা গোপন বিষয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।”
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ঠিক কেমন, তা এখনও একেবারে জলের মতো পরিষ্কার। মাঝেমধ্যেই তোপ, পাল্টা তোপ দাগে দু পক্ষই। রাজ্য সরকারকে কার্যত হঁশিয়ারি দিয়েই শনিবার রাজ্যপাল বলেছিলেন, ‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। কী করি দেখবেন।’ এরকম একটা হুঁশিয়ারি দেওয়ার পর পাঠালেন শুভ কামনা জানানো চিঠি? এই প্রশ্ন উঠে আসছে রাজ্যের রাজনৈতিক মহলে। না কি এমন কোনও চিঠি, যার বিষয় কৌশলেই এড়িয়ে যাচ্ছে দু পক্ষ?
উল্লেখ্য, সোমবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ওই চিঠি সম্পর্কে বলেছেন, গোপন কথা গোপনই থাকুক। বিদেশ সফরে যাওয়ার আগে তিনি নাকি মুখ্যমন্ত্রীকে কোনও চিন্তার মধ্যে ফেলতে চান না। তবে দু দিন পরও চিঠির জট খুলল না। কেন্দ্রেই বা কাকে চিঠি পাঠানো হল, তাও সামনে আসেনি এখনও।