কলকাতা: রেড রোডের ধরনা মঞ্চের শেষ লগ্নে দিল্লিতে গিয়ে আন্দোলনের আরও জোরালো হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ‘দিল্লিতে ঢুকতে না দিলে, যেখানে আটকাবে সেখানেই বসে পড়ব।’ দিল্লিতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি গতকালই শহিদ মিনার ময়দান থেকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই বার্তা শোনা গিয়েছিল। আর এবার সেই আন্দোলনের হুঁশিয়ারি আরও জোরালো মমতার গলায়। তৃণমূল সুপ্রিমো কিছুটা আক্ষেপের সুরে বললেন, ‘দু’দিন হয়ে গেল, একটা চুনোপুঁটি লিডারও (বিজেপির) ফোন করে বলেনি, আচ্ছা আমরা দেখব। তোমাদের দাবিটা ন্যায্য।’
কেন্দ্রকে হুঁশিয়ারির সুরে বললেন, ‘দিল্লি চলো নিয়ে যদি আমি একটা প্রোগ্রাম করি, আমি সব রাজ্যের লোক নিয়ে আসব। দেখবে? আমাদের ছাত্র-যুবরা ট্রেন ভরাবে। ওরা নিজেদের টিফিন খরচা বাঁচিয়েও যাবে। দিল্লিতে ঢুকতে না দিলে, যেখানে আটকাবে সেখানেই বসে পড়ব। আন্দোলন আমাদের শেখাতে হবে না। আন্দোলন লগ্নেই আমাদের জন্ম। ভয় দেখাচ্ছে কাকে?’ উল্লেখ্য, কিছুদিন আগে বিধানসভার বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ্যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া নিয়ে। এবার তার পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন, বাংলায় অর্থনৈতিক অবরোধ করা হলে, বাংলাও রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অবরোধ করতে পারে।
মমতা বললেন, ‘দু’দিন আপনাদের ধৈর্য্য দেখালাম। ভাবলাম, আপনারা চিন্তা করবেন। আপনারা ভাববেন। কিন্তু আপনাদের হৃদয়ে যখন বাংলার মানুষের জন্য একটুও স্নেহ-ভালবাসা নেই। গরিব মানুষের জন্য একটুও আবেগ নেই। তাহলে জেনে রাখুন, শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর। আমি একা জোট বাঁধতে পারি না। আমি জোট বাঁধলে সবাইকে এক করে জোট বাঁধব। সেটা ভেঙে টুকরো টুকরো করতে দেব না।’
বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার বার্তা এদিন আরও স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে সরব হলেন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলেও। মমতার হুঁশিয়ারি, ‘ইডি-সিবিআই দেখাচ্ছেন? কাল যখন বিজেপি ২০২৪ সালে হেরে যাবে, তখন আগে ওগুলো আপনাদের পিছনে যাবে।’