
কলকাতা: কয়েক ঘণ্টার মধ্যেই বৈঠকের সিদ্ধান্তে স্থগিতাদেশ। ভোটার তালিকা সংস্কারের জন্য জেলায় জেলায় যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় সকালের বৈঠকে, রাতেই সেই প্রক্রিয়া স্থগিতা করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে ৩৬ জনের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক। সেখানেই এই জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন বক্সী।
সূত্রের খবর, এদিন রাতেই সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তিনি নিজে কমিটি গঠন করে দেবেন।
অর্থাৎ আপাতত কোনও কমিটি গঠন হচ্ছে না জেলা স্তরে। সুপ্রিমোর এমন সিদ্ধান্তের কারণ অবশ্য স্পষ্ট নয়। এদিনের বৈঠকে সব জেলার তৃণমূল সভাপতিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল বীরভূমের কোর কমিটি। বৈঠকে ঠিক হয়েছিল, ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে। সেইসঙ্গে প্রতিটি সাংগঠনিক জেলায় চারজন করে রাজ্যস্তরের নেতাকেও রাখা হবে। ঠিক যেমন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপাতত সেই প্রক্রিয়া বন্ধ থাকছে।
এদিকে, বক্সীর এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। সুব্রত বক্সী নিজেই জানিয়েছেন সে কথা। বক্সীর বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়ল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৫ মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কি না, সেদিকেই থাকছে নজর।