কলকাতা: ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন বাংলার ক্রিকেটার ঝুলন গোস্বামী। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারের সমাপ্তি ঘটল শনিবার। ঝুলনের অবসর গ্রহণের দিনে তাঁকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতেই এ নিয়ে টুইটারে পোস্ট করেছেন তিনি। ঝুলন গোস্বামীকে ‘আমাদের মেয়ে’ বলে সম্বোধন করেছেন তিনি। বাংলার সকলের হয়ে ঝুলনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “মহিলা ক্রিকেটে ফাস্ট বোলিং আর ঝুলন গোস্বামীর নাম সমার্থক। সেই ক্রিকেটার আজ দীর্ঘ কেরিয়ার থেকে অবসর নিল। বাংলার প্রত্যেকের তরফে আমি আমাদের মেয়ে ঝুলন গোস্বামীকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর লড়াই এবং অবদানকে সম্মান জানাচ্ছি। তাঁকে দেখে অনেক যুবতী বেড়ে উঠবে।”
Jhulan Goswami, a name synonymous with fast bowling in women’s cricket, retires today after an illustrious career.
On behalf of everyone in Bengal, I thank our daughter @JhulanG10 for her immense contributions despite her struggles.
May young girls continue to look up to her!
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2022
২০০২ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় ঝুলনের। তার পর দীর্ঘ ১৯ বছর ৮ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন তিনি। টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-২০- ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তাঁর আগুনে পেস বোলিং ভয় ধরাতো বিপক্ষ ব্যাটারদের। ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৫৫টি উইকেট নিয়েছেন তিনি। ১২টি টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪টি উইকেট। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। মোট ৬ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।