Mamata Banerjee: ‘হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন…’, নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে কড়া বার্তা মমতার
Mamata Banerjee: মমতা বলেন, "আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশ খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম...। বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজ কোথায় গেলেন আপনি? কাল থেকে আপনার রায় জনগণ দেবেন? আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন।"

কলকাতা: বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনই ধর্মতলায় মঞ্চ থেকে নাম না করে তাঁকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টির কথা ঘোষণা করছেন।” একইসঙ্গে মমতা এদিন চ্যালেঞ্জ ছুড়ে দেন, “আপনি যেখানে দাঁড়াবেন আমি ছাত্র যুবদেরই নিয়ে যাব। ওরাই লড়াই করবে। যাদের চাকরি আপনারা খেয়েছেন।”
নিয়োগ দুর্নীতি মামলার বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ হইচই ফেলেছে। তাঁর নির্দেশে যেমন চাকরি পেয়েছেন কেউ কেউ, চাকরি হারাতেও হয়েছে অনেককেই। কারণ তাঁদের যোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল। এদিন সে কথাই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেন। বলতে পারতেন এর বদলে ওকে দিন। বলতে পারতেন এই প্যানেলটা বাতিল করে আরেকবার ডাকুন। আমার আপত্তি নেই। ভুল থাকে সংশোধন করে নিন। কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম।”
মমতা আরও বলেন, “আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশ খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম…। বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজ কোথায় গেলেন আপনি? কাল থেকে আপনার রায় জনগণ দেবেন? আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টির কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? আমি বিচারপতি নিয়ে বলতে পারি না, আমি বিচার নিয়ে বলতে পারি। আমিও প্র্যাক্টিস করেছি এক সময়। আইনে কী বেঠিক কী সঠিক আমরাও জানি।”





