AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আসল মানুষ হতে গেলে ক্ষমা করা শিখতে হবে: মমতা

Mamata Banerjee: মমতার কথায়, মানুষ তো সকলেই। কিন্তু মানবিকতা আর মনুষ্যত্বই আসল মানুষে রূপায়িত করে। মমতা বলেন, "আমরা তো রক্ত মাংসের মানুষ। কিন্তু মানবিকতা, মনুষ্যত্ব একজন মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। সেই আসল মানুষ, যাঁরা সবাইকে ভালবেসে। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।"

Mamata Banerjee: আসল মানুষ হতে গেলে ক্ষমা করা শিখতে হবে: মমতা
নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 1:01 PM
Share

কলকাতা: মানুষকে ক্ষমা করা শিখতে হবে! জৈন ধর্মের বাণী উদ্ধৃত করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে ঐক্য়তার বার্তা দেন মমতা।  মুখ্যমন্ত্রী বলেন, “ঐক্যের জন্য লড়তে হবে। গোটা বিশ্বের কাছে সেই বার্তা পৌঁছে  দিতে হবে। ঐকতার জন্য ভাবতে হবে, ঐকতার জন্য কাজ করতে হবে।”

মমতার কথায়, মানুষ তো সকলেই। কিন্তু মানবিকতা আর মনুষ্যত্বই আসল মানুষে রূপায়িত করে। মমতা বলেন, “আমরা তো রক্ত মাংসের মানুষ। কিন্তু মানবিকতা, মনুষ্যত্ব একজন মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। সেই আসল মানুষ, যাঁরা সবাইকে ভালবেসে। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।”

আর এ প্রসঙ্গে জৈন ধর্মের বাণীও উদ্ধৃত করেন তিনি। মমতা বলেন, ” জৈন ধর্মেই  রয়েছে, কেউ যদি পাপ কাজ করে, তাহলে তাকে ক্ষমা করে দাও। জৈন ধর্মের লোকেরা তাই ক্ষমা চান।।”  সে প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “আমি এরকম দু-তিন জনকে চিনি, তাঁরা এখানকার নয়, বাইরের। নির্বাচনের সময়ে আমাদের সঙ্গে অনেক পাঙ্গাপাঙ্গি হয়েছে তাঁদের। কিন্তু পরে ওনারাই বলেছেন, যেন আমি তাঁদের ক্ষমা করে দিই! তাঁরাও বলেছিলেন, ‘যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিই’। এই শিক্ষাটা আমাদের সকলের জন্য শিক্ষা, সকলকেই শিখতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য,  ‘ভুলের ক্ষমা করে দেওয়ার’ বার্তা কিংবা ‘মানুষের ভুল হওয়ার অধিকার রয়েছে’ এর আগেও একাধিক মঞ্চ থেকে দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছেন, মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলকে ক্ষমা করে দিতে হয়। উল্লেখ্য, গত সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকেও মমতাকে বলতে শোনা গিয়েছিল, ‘রাইট টু মেক ব্লান্ডার্স’।