Mamata Banerjee: ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী, জাপান থেকে আসছেন প্রতিনিধিরা
Mamata Banerjee: ২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মমতার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। সেই সম্মান প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল সেই সময়, মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। এছাড়া ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।

কলকাতা: এবার আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁকে ডি লিট দিতে চলেছে জাপানের বিশ্ববিদ্যালয়। আগামী ১২ নভেম্বর ওই বিশেষ সম্মান দিতে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা। এর আগে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট দেওয়া হয়েছিল মমতাকে। এবার বিদেশের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে পুরস্কার।
জাপানের ওকায়ামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধনধান্যে অডিটোরিয়ামে ১২ তারিখে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই এই সম্মান প্রদান করা হবে। উপস্থিত থাকবেন জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মমতার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। সেই সম্মান প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল সেই সময়, মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। এছাড়া ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাত থেকে সেই সম্মান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে এবার তৃতীয় ডি লিট পেতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
ডি লিট ছাড়াও ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’-র তরফ থেকে মমতাকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়।
গত মার্চ মাসে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে। অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে বক্তব্য রেখেছিলেন তিনি। রাজ্যের উন্নয়ন সহ একাধিক বিষয়ে কথা বলেন সেখানে। তবে সেখানে অনুষ্ঠান চলাকালীন মমতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এবার এক আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি।
