Mamata Banerjee Update: শেষ প্রচারে ঝড় তুলতে যাদবপুরে হাঁটছেন মমতা, পাশে মহুয়া

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 30, 2024 | 4:38 PM

Mamata Banerjee Update: যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে তাঁর সঙ্গে পা মিলিয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। মিছিল শেষের সভায় বক্তৃতাও করবেন মমতা।

Mamata Banerjee Update:  শেষ প্রচারে ঝড় তুলতে যাদবপুরে হাঁটছেন মমতা, পাশে মহুয়া
যাদবপুরে রোড শো মমতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  শেষ দিনের প্রচারে যাদবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর  ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী।

KEY HIGHLIGHTS

  1. যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. এই মিছিলে তাঁর সঙ্গে পা মিলিয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়।
  3. মিছিল শেষের সভায় বক্তৃতাও করবেন মমতা।
  4. গোপালনগর ক্রসিং পর্যন্ত হেঁটে পদযাত্রা শেষ করবেন মমতা।
Next Article