Mamata Banerjee: ‘হাট্টিমা টিম টিম হলে এপাং ওপাং ঝপাং নয় কেন’, প্রশ্ন তুলে মমতার ফের নতুন শব্দবন্ধ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 30, 2023 | 6:11 PM

Mamata Banerjee: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কবিতার পংক্তি প্রসঙ্গে মন্তব্য করার পর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, রাম গরুড়ের ছানা পড়লে এপাং ওপাং ঝপাং-ও পড়া যায়।

Mamata Banerjee: হাট্টিমা টিম টিম হলে এপাং ওপাং ঝপাং নয় কেন, প্রশ্ন তুলে মমতার ফের নতুন শব্দবন্ধ

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রীর কবিতা লেখার কথা অনেকেই জানেন। তবে তাঁর লেখা  ‘এপাং ওপাং ঝপাং’ নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন সময়ে। এবার ধরনা মঞ্চ থেকে ফের সেই অংশের কথা উল্লেখ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বৃহস্পতিবার তাঁর মুখে শোনা গেল নতুন একগুচ্ছ শব্দ। বক্তব্যের মাঝেই তিনি বললেন, ‘ইটুস উটুস কুটুস… এগুলো বাচ্চাদের শব্দ’। তারপরই তিনি বোঝালেন এমন শব্দের ব্যবহার হওয়া স্বাভাবিক।

মমতা বলেন, “কেউ কেউ বলেন ‘এপাং ওপাং ঝপাং’ হয় না। যদি হাট্টিমা টিম টিম হয়, তাহলে এপাং ওপাং ঝপাং হবে না কেন? আমি আজ একটা নতুন প্রবাদ বললাম… ইটুস উটুস কুটুস, যেভাবে ছন্দ মেলাবেন।”

উল্লেখ্য, মমতার কবিতার তাৎপর্য বোঝাতে সুকুমার রায়ের সঙ্গেও তুলনা করেছিল তৃণমূল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কবিতার পংক্তি প্রসঙ্গে মন্তব্য করার পর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, রাম গরুড়ের ছানা পড়লে এপাং ওপাং ঝপাং-ও পড়া যায়।

অন্যদিকে, বঞ্চনার অভিযোগ তুলে বক্তব্য পেশ করার সময় কেন্দ্রীয় প্রকল্পের নাম নিয়েও কটাক্ষ করেন মমতা। তাঁর দাবি, ‘এ রাজ্যের কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী প্রকল্পের পর কেন্দ্র এনেছে পিএমশ্রী প্রকল্প। প্রকল্পের নাম তো পিএমশ্রী নয়, শ্রী পিএম হওয়ার কথা ছিল।’ আরও ব্যাখ্য়া দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়েদের সৌন্দর্যের কথা মাথায় রেখে আমরা বলি কন্যাশ্রী। সবুজায়নের কথা ভেবে বলি সবুজ সাথী। স্বাস্থ্যের জন্য আছে স্বাস্থ্য সাথী।’ মমতার দাবি, কেন্দ্র সব প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার পরও এবার প্রধানমন্ত্রীর নামে পিএমশ্রী প্রকল্প আনতে হয়েছে।

Next Article