Mamata Banerjee: ১৪ তলায় না গিয়ে মাঝপথেই লিফট থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, সারপ্রাইজ ভিজিট? 

Mamata Banerjee: বুধবার নবান্নের পাঁচ তলায় ৪০৩ নম্বর ও ৪০৪ নম্বর ঘরে প্রবেশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা ছিল স্বরাষ্ট্র দফতরের অফিস।

Mamata Banerjee: ১৪ তলায় না গিয়ে মাঝপথেই লিফট থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, সারপ্রাইজ ভিজিট? 
নবান্নে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 5:18 PM

কলকাতা: পাঁচতলার পর এবার ১২ তলা। ফের নিজের ঘরে ঢোকার আগে অন্য দফতরে প্রবেশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। নবান্নের (Nabanna) ১৪ তলায় মমতার নিজের অফিস। কিন্তু বৃহস্পতিবার দুপুরে ১২ তলায় তাঁকে লিফট থেকে নামতে দেখে কিছু অবাক হয়ে যান অনেকেই। আবারও সারপ্রাইজ ভিজিট?  প্রশাসনিক ভবনের অন্যান্য দফতরে ঠিক মতো কাজ হচ্ছে না কি না, সেটা দেখতেই এমন আচমকা পরিদর্শন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার নবান্নে এসে তিনি সোজা ১২ তলায় যান। অর্থ দফতরের সচিবের ঘরে ঢুকে পড়েন। সেখান থেকে বেরিয়ে ওই তলার ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢোকেন। ভিতরে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। ঘুরে দেখেন দফতরের চারপাশ। শুধু তাই নয়, অর্থ সচিবকে সঙ্গে নিয়ে নবান্নের ১১ ও ১২ তলায় যেতে দেখা যায় মমতাকে। তারপর ১৪ তলায় চলে যান তিনি। কী কারণে অর্থ দফতরে হঠাৎ গেলেন মুখ্যমন্ত্রী, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, বুধবারই নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেন তিনি।

বুধবার নবান্নের পাঁচ তলায় ৪০৩ নম্বর ও ৪০৪ নম্বর ঘরে প্রবেশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা ছিল স্বরাষ্ট্র দফতরের অফিস। নবান্ন সূত্রের খবর, সেখানে গিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দফতরের অফিসে গিয়ে জানতে চেয়েছিলেন ১০ তারিখ কারা কারা কাজে আসেননি? শুধু তাই নয়, একাধিক টেবিল ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতির কারণও জানতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি ডিএ-র দাবিতে সরকারি কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই দিন অর্থাৎ ১০ মার্চ কতজন উপস্থিত ছিলেন, বুধবার সেই খোঁজ খবরও নেন মমতা।