CM Mamata Banerjee: বিদেশ সফরে গিয়ে ছবি আঁকলেন মমতা, পোস্ট করলেন ইন্সটাগ্রামে

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Sep 12, 2023 | 11:37 PM

CM Mamata Banerjee: প্রসঙ্গত, দুবাইয়ে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা মমতার। রয়েছে প্রবাসীদের সঙ্গে বৈঠকও। মঙ্গলবার দুবাইয়ে থেকে বুধবার মাদ্রিদের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মমতার। সেখানে বিজ়নেস সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

CM Mamata Banerjee: বিদেশ সফরে গিয়ে ছবি আঁকলেন মমতা, পোস্ট করলেন ইন্সটাগ্রামে
ফের ছবি আঁকলেন মমতা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বিনিয়োগ টানতে বিদেশে পাড়ি দিয়েছেন। ১২ দিনের স্পেন ও দুবাই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতা থেকে দুবাইগামী যে বিমানটিতে মমতা গিয়েছেন সেটির ছাড়ার কথা ছিল মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু, নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বিমানটি। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় পর দুবাইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। আবার দুবাই পৌঁছে ছবি আঁকলেন তিনি। ইন্সটাগ্রাম থেকে সেই ছবি পোস্টও করলেন। তা নিয়েই এখন চর্চা নানা মহলে। 

মমতার ইন্সটাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, একটা ফুলের ছবি। লাল, নীল, সবুজ নানা রঙের সমাহারে শোভা বাড়াচ্ছে সেই ফুল। সাদা পাতার উপরের দিকে তুলির টানে আকাশও এঁকেছেন তিনি। রয়েছে সূর্যও। তারই নীচে শোভা পাচ্ছে মমতার এই পুষ্পস্তবক। পাতার নীচে নিজের নামে MAMATAA লিখে সই করেছেন। তারিখের নীচে লেখা W.B, India. ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন Earth Laughs in Flowers.  

প্রসঙ্গত, দুবাইয়ে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা মমতার। রয়েছে প্রবাসীদের সঙ্গে বৈঠকও। মঙ্গলবার দুবাইয়ে থেকে বুধবার মাদ্রিদের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মমতার। সেখানে বিজ়নেস সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিদেশ থেকে কী বার্তা দেন বাংলার প্রশাসনিক প্রধান।

Next Article