Mamata-Suvendu in Delhi: একই দিনে দিল্লিতে মমতা-শুভেন্দু, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী

রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে সোমবার সন্ধ্যায় দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata-Suvendu in Delhi: একই দিনে দিল্লিতে মমতা-শুভেন্দু, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীImage Credit source: Facebook

| Edited By: অংশুমান গোস্বামী

Feb 05, 2024 | 6:06 AM

কলকাতা: একই দিনে দিল্লিতে থাকবেন বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিক। রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে সোমবার সন্ধ্যায় দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর মঙ্গলবারই তিনি ফিরে আসবেন কলকাতায়। কিন্তু শুভেন্দুর দিল্লি খবর কিছুটা আচমকা। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়েই দেশের রাজধানীতে শুভেন্দু অধিকারী।

রবিবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান ধরেছেন শুভেন্দু অধিকারী। দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক হতে পারে নন্দীগ্রামের বিধায়কের। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে লোকসভা ভোটের আগে কোন পথে হাঁটবে বঙ্গ বিজেপি, তা উঠে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠকে।

অন্য দিকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধরনা অবস্থান করেছে তৃণমূল। সেই ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নিজের দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দিতেই যে তাঁর দিল্লি যাত্রা, তাও স্পষ্ট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।