মমতার পায়ের পাতায় চিড়, প্লাস্টার করতে হতে পারে
ছবি : TV9 Bangla

মমতার পায়ের পাতায় চিড়, প্লাস্টার করতে হতে পারে

সুমন মহাপাত্র | Edited By: সৌরভ পাল

Mar 11, 2021 | 1:51 PM

তাঁর পায়ে প্লাস্টার করতেও হতে পারে বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পাওয়ার পর এসএসকেএম ও বাঙুর ইন্সটিটিউটে একাধিক পরীক্ষা হল মুখ্যমন্ত্রীর। হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষার পর দেখা গিয়েছে যে মমতার পায়ের পাতায় চিড় ধরেছে। লিগামেন্ট, টিস্যুতেও চোট লেগেছে তাঁর। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন জানিয়েছেন, এই ধরনের আঘাতে সাধারণত দেড়-দু’মাস বিশ্রামে থাকার প্রয়োজন পড়ে। তাঁর পায়ে প্লাস্টার করতেও হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

Published on: Mar 11, 2021 02:04 AM