New Town: বাড়িতে প্রতিবন্ধী স্বামী, পরিচারিকার কাছ থেকে দিনের পর দিন যা নিতেন মালিক

New Town: গাড়িতে লেখা 'গভর্নমেন্ট অব ইন্ডিয়া'। সেই গাড়িও তুলে নিয়ে গেল পুলিশ।

New Town: বাড়িতে প্রতিবন্ধী স্বামী, পরিচারিকার কাছ থেকে দিনের পর দিন যা নিতেন মালিক
Image Credit source: Meta AI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 22, 2025 | 1:42 PM

নিউ টাউন: নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খাস কলকাতায়। নিউ টাউনের ঘটনায় গ্রেফতার করা হল সৌরভ কুমার নামে এক ব্যক্তিকে। ধৃতের চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির গায়ে লেখা ছিল- Government of India।

২০২২ থেকে নিউ টাউনের যাত্রাগাছিতে সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দিপালী মণ্ডল নামে এক মহিলা। তাঁর অভিযোগ, তাঁর স্বামী তরণী মণ্ডলকে (প্রতিবন্ধী) ব্যাঙ্কের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চান তিনি। তারপরই ঘটে বিপত্তি।

অভিযোগ, যাত্রাগাছিতে ওই মহিলার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে। এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হন পরিচারিকা। তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নিউ টাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চারচাকা গাড়ি। গাড়িতে লেখা আছে Government of India, এছাড়াও উদ্ধার হয় একাধিক ভুয়ো নথি।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা, মারধর, শ্লীলতাহানির সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউ টাউন থানার পুলিশ। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে।