Kolkata Airport: মদ খেতে গিয়ে ফ্লাইট মিস! শোরগোল কলকাতা বিমানবন্দরে

Ranjit Dhar | Edited By: Soumya Saha

May 13, 2023 | 12:00 AM

Kolkata Airport: ইন্ডিগোর ৬ই ৬২০৬ বিমান ধরার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন প্রতুল ঘোষ নামে এক ব্যক্তি। কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমানে ওঠার আগে বিমানবন্দরের লাউঞ্জে একটি পানশালায় ঢুকেছিলেন তিনি। সেখানে মদ্যপান করার পর মোট বিল হয় ৩৭৫০ টাকা।

Kolkata Airport: মদ খেতে গিয়ে ফ্লাইট মিস! শোরগোল কলকাতা বিমানবন্দরে
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) লাউঞ্জে এক পানশালায় (Bar in Airport) মদ্যপান করতে গিয়ে বিপত্তি। মদ খাওয়ার ঠেলায় বিমানই মিস করলেন এক যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর ৬ই ৬২০৬ বিমান ধরার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন প্রতুল ঘোষ নামে এক ব্যক্তি। কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমানে ওঠার আগে বিমানবন্দরের লাউঞ্জে একটি পানশালায় ঢুকেছিলেন তিনি। সেখানে মদ্যপান করার পর মোট বিল হয় ৩৭৫০ টাকা। কিন্তু সেই বিল না মিটিয়েই পানশালা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রতুল ঘোষ নামের ওই ব্যক্তি। কিন্তু পানশালার কর্মরত স্টাফরা তাঁকে ধরে ফেলেন। এরপর বিলের টাকা চাইতে শুরু হয় বচসা। ক্রমেই সেই বচসা থেকে দুই পক্ষের মধ্যে গালিগালাজ শুরু হয়।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে এগিয়ে আসেন বিমানবন্দরের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর ওই জওয়ানরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করতেও ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা শুরু করেন। প্রথমে জানান তাঁর কাছে কোনও টাকা নেই। এরপর তাঁর আরও দাবি, সঙ্গে কোনও নিকট আত্মীয় বা কোনও বন্ধুর সঙ্গেও যোগাযোগের নম্বর নেই। ওই মদ্যপ ব্যক্তির মুখে এমন কথা শোনার পর সিআইএসএফ-এর কর্তব্যরত জওয়ানরা ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রতুল ঘোষ নামে ওই বিমানযাত্রীকে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। ফলে যে মুম্বইগামী বিমানটি ধরার জন্য প্রতুল ঘোষ বিমানবন্দরে গিয়েছিলেন, সেটি মিস হয়ে যায় তাঁর।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য় সবসময় কড়া নজরদারি চালাচ্ছে সেখানে কর্তব্যরত সিআইএসএফ-এর জওয়ানরা। আজকের ঘটনাতেও সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে যান সিআইএসএফ জওয়ানরা। জওয়ানদের তৎপরতায় দুই পক্ষের বচসার পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই তা সামাল দেওয়া সম্ভব হয়।

Next Article