Manik Bhattacharya: ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক মানিক ও তাঁর পরিবার, শুনে অবাক বিচারপতি
Manik Bhattacharya: সম্প্রতি আদালতের নির্দেশে জেলে গিয়ে জেরা করা হয়েছে মানিককে। তাঁর বিরুদ্ধে নতুন একটি এফআইআর-ও দায়ের করেছে সিবিআই।
কলকাতা: একদিকে একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তার মধ্যে সামনে এল আরও তথ্য। তদন্তে একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব দেখে চোখ কপালে তদন্তকারী আধিকারিকদেরও। মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের নামে অন্তত ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সে সব অ্যাকাউন্টে থাকা টাকার হিসেবও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে মানিকের কোটি কোটি টাকা ও সম্পত্তির হদিশ আগেই পেয়েছেন তদন্তকারীরা। এবার এই অ্যাকাউন্টগুলিতেও নজর রাখছেন তাঁরা। জানা গিয়ে জেরায় মানিক ভট্টাচার্য এর মধ্যে ২৫টি অ্যাকাউন্টের কথা স্বীকার করেছেন। কার সঙ্গে, কীভাবে লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হবে। পরিবারের অন্যান্যদের অ্যাকাউন্টও রয়েছে আতস কাচের নীচে।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলে গিয়ে জেরা করা হয়েছে মানিককে। প্রাথমিকের পোস্টিং সংক্রান্ত একটি নতুন মামলাতেও নাম জড়িয়েছে তাঁর। যেহেতু সেই প্রক্রিয়ার সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক, তাই তাঁর যোগ থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেয়নি আদালত। সে কারণেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি সপ্তাহে দু দিন মিলিয়ে প্রায় তিন দফায় চলে সেই জিজ্ঞাসাবাদ। পরে মানিকের বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রতারণা, অপরাধ মূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।