Manik Bhattacharya: পৈতে, মাদুলি ফেরত দিচ্ছে না ED, নালিশ করলেন মানিক

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2023 | 3:05 PM

Manik Bhattacharya: মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। এ কথা শুনে বিচারক বলেন, "তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।" মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

Manik Bhattacharya: পৈতে, মাদুলি ফেরত দিচ্ছে না ED, নালিশ করলেন মানিক
মানিক ভট্টাচার্য
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। পরে কার্যত মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছে নিয়োগ মামলায় অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর স্ত্রী ও পুত্রকেও এই মামলায় গ্রেফতার হতে হয়েছিল। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস নাকি ফেরত দেওয়া হয়নি তাঁকে। আংটি, পৈতে, মাদুলি- এসব নাকি চেয়ে-চিন্তেও পাচ্ছেন না তিনি। মঙ্গলবার নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এই অভিযোগ জানান তিনি।

এদিন আদালতে তোলা হলে মানিক ভট্টাচার্য বলেন, “স্যার আমার কিছু বলার আছে। গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন।” বিচারক জানতে চান, “কোথা থেকে?” উত্তরে মানিক জানান, “ইডি অফিস থেকে।” বিচারক প্রশ্ন করেন, “আপনি ওখানে ছিলেন?” উত্তরে মানিক বলেন, “হ্যাঁ সেদিন গ্রেফতার হয়েছিলাম। ইডি অফিসাররা ছিলেন। রাত ১২ টা নাগাদ কিছু জিনিস নিয়ে নেন। একাধিকবার বলেছি। বারবার বলছে দিয়ে দেবে।”

মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। এ কথা শুনে বিচারক বলেন, “তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।” মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, অর্পিতার চিকিৎসার প্রয়োজন। কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আপত্তি নেই, কমান্ড হাসপাতাল হলেও আপত্তি নেই বলে জানান আইনজীবী। বিচারক অর্পিতার আবেদন খারিজ করে দেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষকে।