কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আদালতে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। পরে ওই কেন্দ্রের জয়ী প্রার্থী সাধন পাণ্ডের মৃত্যু হয়। তারপরও মামলা চলতে থাকে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা তুলে নেন তিনি। শনিবার সেই কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ হতেই স্পষ্ট হল, আরও একবার পরাজিত হয়েছেন তিনি। আর প্রয়াত সাধন পাণ্ডের থেকেও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে। এরপরই কল্যাণের অভিযোগ, মানিকতলার ভোট যেন ঠাণ্ডা মাথায় খুন।
ভোটের দিন থেকেই ছাপ্পার অভিযোগ তুলেছিলেন কল্যাণ চৌবে। ফল প্রকাশের পরও একই অভিযোগ জানান তিনি। বলেন, মানিকতলায় ভোট হয়নি, শুধুই ছাপ্পা হয়েছে। একটি বুথে ৬৭৯ টা ভোট পড়েছে, তার মধ্যে ৩টি মাত্র পেয়েছে বিজেপি। ৯৫ শতাংশ লুঠ হয়েছে।
তবে এবার আর কোনও মামলা করতে চান না কল্যাণ। তিনি জানিয়েছেন, মামলার জন্য ভোট আটকে গেলে সাধারণ মানুষের অসুবিধা হবে, তাই মামলা করবেন না এবার।
এই ভোটকে এক কথায় কী বলবেন তিনি? এই প্রশ্নের উত্তরে কল্যাণ চৌবে বলেন, “ঠাণ্ডা মাথার খুন। গোয়েন্দা গল্পে যেমন পড়ে থাকি… কিছু বোঝা যায় না, অথচ ঘটে যায়। মানিকতলাতেও ধীর স্থিরভাবে সবকিছু হয়েছে। খুব শান্তভাবে ভোট হয়েছে। আর একটা দল ৯৫ শতাংশ ভোট পেয়েছে। এটা গণতন্ত্রের জন্য একটা দুশ্চিন্তার বিষয়।”
কল্যাণের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘মিডিয়ার সামনে নাটক করছেন। আপনাকে মানুষ চায় না। আপনি হেরে গিয়েছেন। হারের হ্যাটট্রিক করেছেন।’ তৃণমূলের দাবি, কোনও ভোটার অভিযোগ জানাননি।