Manoj Pant: আজই মনোজ পন্থের অবসরের দিন, কে হবেন পরবর্তী মুখ্যসচিব?

Manoj Pant: প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব হন মনোজ পন্থ। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর আগের পর্যায়ে মুখ্যসচিব ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা।

Manoj Pant: আজই মনোজ পন্থের অবসরের দিন, কে হবেন পরবর্তী মুখ্যসচিব?
মনোজ পন্থ Image Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2025 | 1:46 PM

কলকাতা:  আজই মুখ‍্যসচিব মনোজ পন্থের অবসরের দিন। কে হবে পরবর্তী মুখ‍্যসচিব, তা এখনও স্পষ্ট নয়। সোমবার বিকালের পরে বিষয়টি স্পষ্ট হতে পারে। তবে সূত্রের খবর, অভিজ্ঞতার দিক থেকে তালিকায় রয়েছেন বিবেক কুমার এবং প্রভাত মিশ্র। যদিও প্রশাসনিক সূত্রের খবর, এক্সটেনশনের জন‍্য পাঠানো হলেও তার কোনও বার্তা দিল্লি থেকে আসেনি, যেমন তেমনি মুখ‍্যসচিব নিজে থাকতে চাইছেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব হন মনোজ পন্থ। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর আগের পর্যায়ে মুখ্যসচিব ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তাঁর মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন করা হয়েছিল। সেই অনুমোদনে দিল্লি সায় দেয়নি।  তারপরই মনোজ পন্থকে নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মনোজ পন্থ আগে অর্থসচিবের দায়িত্ব বহন করেছেন। তিনি এমন একটা সময়ে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন, যখন এক সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে রাজ্য। তার প্রভাব পড়ে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও। মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হল মুখ্যসচিব।

আরজি কর কাণ্ডে রাজ্যের অস্বস্তিকর পরিস্থিতির সময় অত্যন্ত প্রশাসনিক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মনোজ পন্থ। ওবিসি মামলার ক্ষেত্রেও রাজ্যের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেছেন। ওবিসি সার্টিফিকেট মামলায় কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরাও দেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।