
কলকাতা: লাগাতার লোকাল বাতিলের ছবি তো লেগেই আছে। কখনও ওভারহেডের কাজ, তো কখনও সিগন্য়ালের, বিগত কয়েক মাসে হওড়া হোক বা শিয়ালদহ, ট্রেন বাতিল যেন ধীরে ধীরে রোজকার রুটিনে পরিণতে হয়েছে। আর এখন ‘ক্যান্সেল ডে’ না থাকলেও ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। শনিবার সকালে ফের সমস্যা দমদমে। ফের সিগন্যালে ক্রুটি।
সূত্রের খবর, এদিন দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল। অনেক ট্রেনই দেরিতে চলে। এদিকে একেবারে ‘পিক টাইমে’ আচমকা এই সমস্যায় চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রীরা।
এদিকে খবর পেয়ে ততক্ষণে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনয়রা। সূত্রের খবর, এদিন সকাল ৮টা বেজে ৫৮ মিনিটে প্রথম ক্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় ১ ঘণ্টা পর ৯টা বেজে ৫৬ মিনট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচে শুরু করে পরিষেবা। কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। কিন্তু, লাগাতার এই জাতীয় সমস্যায় প্রশ্নের মুখে রেলের সামগ্রিক পরিকাঠামো।