Train And Flight: কুয়াশার কাঁটা! বিমান থেকে ট্রেন সব চলছে দেরিতে

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 23, 2025 | 10:13 AM

Kolkata: দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের পাশাপাশি পূর্ব রেল ডিভিশনে ও ট্রেনের গতি যথেষ্ট নিয়ন্ত্রিত। শিয়ালদহ এবং হাওড়া দিয়ে যে দূরপাল্লার এবং লোকাল ট্রেন ছাড়ছে, তার গতিবেগ নির্দিষ্ট সীমার অনেকটাই নিচে থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, এতটাই খারাপ অবস্থা যে, লাইনের উপরে ৫০০ মিটার দূরে কী রয়েছে তা দেখতে পারছেন না চালকরা।

Train And Flight: কুয়াশার কাঁটা! বিমান থেকে ট্রেন সব চলছে দেরিতে
দেরিতে চলছে ট্রেন

Follow Us

কলকাতা: কুয়াশার কারণে ঢেকে রয়েছে চারপাশ। সকাল হয়ে গেলেও দেখা যাচ্ছে না কিছুই। যার প্রভাব পড়েছে রেল ও বিমান পরিষেবাতেও। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে দিঘা, পাঁশকুড়া,আমতা,শালিমার,সাঁতরাগাছি সহ দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের একাধিক শাখায়। যে কারণে ট্রেন কোথাও দু ঘণ্টা,কোথায় তিন ঘণ্টা দেরিতে চলছে বলে রেল সূত্রে খবর।

দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের পাশাপাশি পূর্ব রেল ডিভিশনে ও ট্রেনের গতি যথেষ্ট নিয়ন্ত্রিত। শিয়ালদহ এবং হাওড়া দিয়ে যে দূরপাল্লার এবং লোকাল ট্রেন ছাড়ছে, তার গতিবেগ নির্দিষ্ট সীমার অনেকটাই নিচে থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, এতটাই খারাপ অবস্থা যে, লাইনের উপরে ৫০০ মিটার দূরে কী রয়েছে তা দেখতে পারছেন না চালকরা। ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে হচ্ছে। পূর্ব রেল ডিভিশনে ও গড়ে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে ট্রেন।

এ দিকে, সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল সাতটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটার। অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাটের ব্যবহার করা হচ্ছে। বেশ কিছু বিমান ঘন কুয়াশার কারণে মাঝ আকাশে চক্কর কাটছে।

Next Article