Fire at Laketown: দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে লেকটাউনের আগুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 30, 2023 | 8:14 PM

কয়েক মিনিটের মধ্যেই আগুন ওই বহুতলে ছড়িয়ে পড়ে। পাশে পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক আরও বেড়েছে।

Fire at Laketown: দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে লেকটাউনের আগুন
লেকটাউনে বিধ্বংসী আগুন।

Follow Us

কলকাতা: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড শহরে। এবার লেকটাউনের (Laketown) বাঙ্গুর-যশোর রোডে একটি বহুতলের নীচে থাকা দোকানে বিধ্বংসী আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ওই বহুতলে ছড়িয়ে পড়ে। রবিবার বিকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশে পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক আরও বেড়েছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে ঝোড়ো হাওয়া চলতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঝুঁকি এড়াতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রায় দু-ঘণ্টা ধরে দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতা শেষে অবশেষে রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বাঙ্গুর-যশোর রোডের উপর অবস্থিত একটি বহুতলের নীচের তলে থাকা এক দোকানে আগুন লাগে। প্রথমে দোকানের ব্যানারে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন দোকানের উপরে যে ফ্ল্যাট ছিল, সেখানে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। কিন্তু, আগুন দ্রুত বহুতলের উপরের তলগুলিতে ছড়াতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পরে দমকলের আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্ত, আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী ও দমকলমন্ত্রী সুজিত বসু। কী ভাবে আগুন লাগানো তা এখনও বোঝা যাচ্ছে না। দমকলমন্ত্রী বলেন, “ঝড় চলছিল। বহুতলটির পাশে একটি লাইট পোস্ট ছিল। তার থেকেও আগুন লাগতে পারে।”

ঝুঁকি এড়াতে ওই বহুতলের বাসিন্দাদের বের করে আনা হয়েছে। তবে বহুতলের পাশেই পেট্রোল পাম্প রয়েছে। আগুন সেখানে ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে দমকলকর্মীরা প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করছেন। যদিও অগ্নিকাণ্ডের দু-ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা জানিয়েছেন, দোকানটিতে প্রচুর দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলের পাশে থাকা লাইটপোস্টটিতেও আগুন ছড়িয়ে পড়েছে। যদিও ঠিক কী থেকে দোকানের ব্যানারে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে এবং পাশে একটি রেস্তোরাঁ রয়েছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দু-ঘণ্টা ধরে চেষ্টার পর অবশেষে রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কুলিং ডাউনের কাজ শুরু হয়েছে। তবে পকেট ফায়ারও আছে। ভিতরে ধোঁয়ায় ভর্তি হয়ে থাকায় বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

Next Article