
কলকাতা: বড়বাজারের মেছুয়াবাজারের আগুনের স্মৃতি এখনও টাটকা। ১৪ জনের মৃত্যু হয়েছিল হোটেলে অগ্নিদ্বগ্ধ হয়ে। শহরে আবারও দেখা গেল বড়বাজারের সেই ছবিই। ফের শহরের এক হোটেলে ভয়াবহ আগুন লাগল।
বড়বাজারের হোটেলের পর এবার আগুন দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে। ৪৪ এ শরৎ বোস রোডে পাঁচতলা এক হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ হোটেলের ওপর তলায় কনফারেন্স রুমে আগুন লাগে। সেই সময় হোটেলের একাধিক রুমে ৫০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।
আগুন লাগার খবর পেয়েই হোটেল রুম থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করা হয়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে। কিন্তু যত সময় পার হয়, ততই আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে আরও ৩টি ইঞ্জিন আসে। মোট ৫টি ইঞ্জিন মিলে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিপদ এড়াতে ডিএমজি তরফে কনফারেন্স রুমে সব জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ৫০জনের বেশি মানুষ উপস্থিত থাকলেও, হতাহত কোনও খবর নেই।
প্রাথমিক ভাবে অনুমান, কনফারেন্স রুমের এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে।