
কলকাতা: বারবার রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। এবার রাজপথে তুমুল বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভার সামনে। ভাতা বৃদ্ধি, মোবাইল ফোনের সিম দেওয়ার জোরাল দাবি তোলা হয় আন্দোলন থেকে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনেই আন্দোলনকারীদের আটকায় পুলিশ। শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে লাগাতার উঠতে থাকে ধিক্কার স্লোগান।
ক্ষোভের সঙ্গে এই আইসিডিএস কর্মী বলেন, কোনওরকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমরা যেভাবে মোবাইল চেয়েছি, যে টাকা চেয়েছি তা দেওয়া হয়নি। উল্টে অন্যায় শর্ত চাপানো হচ্ছে। জোর করা হচ্ছে। মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে। কাজের জন্য আমরা গয়না বন্ধক রেখেও মোবাইল কিনতে বাধ্য হয়েছি। পাশ থেকে একজন বললেন, “আমাদের সরকারি করতে হবে। সরকারি স্কিম আমাদের দিতে হবে।”
ক্ষোভের সঙ্গেই আরও এক আইসিডিএস কর্মী বললেন, “আমাদের উপর রোজ অতিরিক্ত কাজের বোঝা চাপাচ্ছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কটা টাকা মাইনে আমাদের দেয়। তাও এক মাস দেয় এক মাস দেয় না। প্রত্যেক মাসে টাকা বাকি থাকে।” পুলিশের সঙ্গেও ব্যাপক তর্কাতর্কি করতে দেখা যায় এক আন্দোলনকারীকে। তাঁর প্রশ্ন, “কেন আমাদের রাস্তা আটকানো হচ্ছে? আমরা কী করেছি? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি।”
পুলিশের বাধা পেতেই শুরুতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, যে কোনও উপায়ে তাঁদের রাজভবনে যেতে দিতেই হবে। কিন্তু পথ ছাড়েনি পুলিশ। ফলে মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।