Mathew Samuel: থাকা-খাওয়ার খরচ না দিলে যাব না, CBI- তলবে নির্দ্ধিধায় জবাব ম্যাথুর

Mathew Samuel: মাস তিনেক আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল। এই মামলায় সিবিআই-এর হাতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ আসে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু সেবারও হাজিরা এড়িয়েছিলেন ম্যাথু।

Mathew Samuel: থাকা-খাওয়ার খরচ না দিলে যাব না, CBI- তলবে নির্দ্ধিধায় জবাব ম্যাথুর
ম্যাথু স্যামুয়েল Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2024 | 12:42 PM

কলকাতা: নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকে আবারও তলব করল সিবিআই। ৪ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হল। যদিও সিবিআইকে পাল্টা চিঠি দিয়েছেন ম্যাথু স্যামুয়েল। তাঁর বক্তব্য, কলকাতায় যাতায়াত ও হোটেল খরচ না দিলে যাওয়া সম্ভব নয়, চিঠিতে জানালেন ম্যাথু। লোকসভা নির্বাচনের মুখে এভাবে তলব ‘পলিটিক্যাল ড্রামা’, কটাক্ষ ম্যাথুর। লোকসভা নির্বাচনের মুখে নারদকাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মাস তিনেক আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল। এই মামলায় সিবিআই-এর হাতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ আসে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু সেবারও হাজিরা এড়িয়েছিলেন ম্যাথু। তিনি সেবারও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর যাতায়াত ও কলকাতায় থাকার খরচ বহন করতে হবে সিবিআই-কে। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে আবারও তলব করা হয়েছে। এবার দেখার তিনি হাজিরা দেন কিনা।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি তোলপাড় করে প্রকাশ্যে এসেছিল নারদ স্টিং অপারেশনের ফুটেজ। নারদ নিউজ যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল, তাতে দেখা যাচ্ছিল, রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা টাকা নিচ্ছেন। মানে খুলেআম ‘ঘুষ’ নিচ্ছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সেই মামলায় যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের অনেকে  এখন বিরোধী শিবিরেও রয়েছেন।