Matrimony Site: ‘বিয়ে করতে চাই…’, ফোন করে বসল পুলিশ, ম্যাট্রিমনি সাইটে পাতা ফাঁদে নিজেই পা দিল পাত্রী

Matrimony Site: চলতি মাসের ১ তারিখ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইডের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাতে দেখা করতে চেয়ে, সুদীপ বোস জিয়া সিং দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ওঠেন, চা খাওয়ার অছিলায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করে মানিব্যাগ মোবাইল ফোন, সর্বস্ব চুরি করে চম্পট দেন ওই মহিলা।

Matrimony Site:  বিয়ে করতে চাই..., ফোন করে বসল পুলিশ, ম্যাট্রিমনি সাইটে পাতা ফাঁদে নিজেই পা দিল পাত্রী
গ্রেফতার মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2025 | 11:18 PM

কলকাতা: ম্যাট্রিমনি সাইটে পরিচয়। বেশ কিছুদিন ধরে চলে কথাবার্তা। কিছুটা সম্পর্ক গাঢ় হলে তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু দেখা করতে এসেই বিপত্তি। ম্যাট্রিমনি সাইটে পরিচয়, সরাসরি দেখা করতে গিয়ে সর্বস্ব খোয়ালেন নিউ বারাকপুরের লেলিনগরের বাসিন্দা সুদীপ বোস। চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুঠ করে পালানোর চেষ্টা!  আড়াই নম্বর থেকে গ্রেফতার মহিলা।

চলতি মাসের ১ তারিখ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাতে দেখা করতে চেয়ে, সুদীপ বোস জিয়া সিং দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ওঠেন, চা খাওয়ার অছিলায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করে মানিব্যাগ মোবাইল ফোন, সর্বস্ব চুরি করে চম্পট দেন ওই মহিলা।

ওই যুবক ওই মহিলার ফোন নম্বরে যোগাযোগ করেও কিনারা করতে না পেরে অবশেষে গতকাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ পাতে।  ম্যাট্রিমনি সাইট থেকে নম্বর নিয়ে ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলেন। অবশেষে ওই মহিলা আড়াই নম্বরে দেখা করতে এলে পুলিশের হাতে ধরা পড়ে। তাকে বারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্রে মারফত খবর।