কলকাতা: মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে বৃহস্পতিবারই অভিযান চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চলে। সেখান থেকে লক্ষ লক্ষ নগদ টাকাও উদ্ধার হয়। সূত্রের খবর, এই টাকার উৎস জানতে ডোমকলের বিধায়ককে তলব করবে সিবিআই। তার তোড়জোড়ও শুরু বলেই সূত্রের দাবি। বৃহস্পতিবারের তল্লাশি অভিযানে ৮ জায়গায় তল্লাশিতে শুধু প্রাথমিকে নিয়োগ দুর্নীতিই নয়, আরও একাধিক পদে চাকরি সংক্রান্ত নথি মিলেছে বলে সূত্রের খবর।
ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার তাঁর বাড়িতে চলে সিবিআই অভিযান। তল্লাশির পর প্রায় ৩৫ লক্ষ টাকা সিবিআই উদ্ধার করে বলে সূত্রের খবর। এরপরই তাঁকে তলবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কেন এত টাকা বাড়িতে তা নিয়ে ইতিমধ্যেই জাফিকুল দাবি করেছেন, এটা তাঁর জমি বিক্রির টাকা। সম্প্রতি তিনি একটি জমি বিক্রি করে সেই টাকা পান বলে দাবি করেন। একইসঙ্গে তিনি জানান, কখনও কোনও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁর কোনও ভূমিকা ছিল না। ভবিষ্যতেও থাকবে না। তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, “ওনারা নিয়োগ দুর্নীতির তদন্তে এসেছিলেন। তবে এরসঙ্গে আমার কখনওই কোনও যোগ ছিল না। চারদিন আগে জমি বিক্রি করে ২৪ লক্ষ টাকা পাই। দলিলটাও আছে।”