Kalighater Kaku: কালীঘাটের কাকুকে ‘স্ট্রেস’ দেওয়া চলবে না, ভয়েস স্যাম্পেল না নিয়েই ফিরতে হল ED-কে
ED in SSKM Hospital: বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এসএসকেএমে পৌঁছে যান ইডি তদন্তকারী অফিসাররা। সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু চার ঘণ্টা এসএসকেএম হাসপাতালে কাটিয়ে কণ্ঠস্বরের নমুনা না নিয়েই ফিরতে হল ইডির অফিসারদের।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ এখনও এসএসকেএম হাসপাতালেই রয়েছেন। কয়েক মাস হয়ে গেল, এখনও এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন তিনি। এমন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এসএসকেএমে পৌঁছে যান ইডি তদন্তকারী অফিসাররা। সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু চার ঘণ্টা এসএসকেএম হাসপাতালে কাটিয়ে কণ্ঠস্বরের নমুনা না নিয়েই ফিরতে হল ইডির অফিসারদের।
ইডির তদন্তকারী অফিসাররা এদিন এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর হাসপাতালের এমএসভিপি পীয়ূষ রায় জানান, এখন সুজয়কৃষ্ণ ভদ্র কার্ডিওলজির কেবিনে থাকলেও কয়েকদিন আগে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেই জন্য বুধবার মেডিক্যাল বোর্ড সুজয়কৃষ্ণের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল জানালেও, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য মত দেয়নি। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বর্তমানে ‘স্ট্রেস’ নেওয়ার মতো অবস্থায় নেই বলেই জানাচ্ছেন এমএসভিপি।
উল্লেখ্য, গত বছরের অগস্টে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের বাইপাস সার্জারি হয়েছিল। এরপর সেই রাতেই তাঁকে স্থানান্তর করা হয়েছিল এসএসকেএমে। সেই থেকে এখনও এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু। আপাতত কার্ডিওলজি বিভাগের কেবিনে রাখা হয়েছে তাঁকে। সুজয় ভদ্রের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সেই খোঁজখবর নিতে আজ দুপুরে হঠাৎই এসএসকেএম হাসপাতালে একপ্রকার সারপ্রাইজ় ভিজ়িটে পৌঁছে যান ইডির অফিসাররা। হাসপাতালের সুপারের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন, তারপর কার্ডিওলজি বিভাগেও যান তাঁরা।
অগস্টের ২৩ তারিখ বাইপাস সার্জারি হয়েছিল কালীঘাটের কাকুর। আর এখন অক্টোবরের ২৬ তারিখ। দু’মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। সুজয়কৃষ্ণকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে, এখন তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, সেই সব খোঁজখবর নিতে গিয়েছিলেন ইডির অফিসাররা।