
ইউক্রেনে রাশিয়ার হানার পর অনেক ভারতীয়ই সেখানে আটকে পড়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তাদের উদ্ধারে তৎপরতার সঙ্গে 'অপারেশন গঙ্গা' নামের উদ্ধার অভিযান নিয়েছে ভারত সরকার। কলকাতার ২৪ বছর বয়সী এক তরুণী পোল্যান্ড ও হাঙ্গেরি সীমান্ত থেকে প্রায় ৮০০ ভারতীয় ছাত্রকে উদ্ধার করেছেন। তিনি মহাশ্বেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

'অপারেশন গঙ্গা'-র অঙ্গ কলকাতার অল্প বয়সী এই পাইলট ৬ টি উদ্ধারকারী বিমানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছেন। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্য পোল্যান্ড থেকে ৪ টি ও হাঙ্গেরি থেকে ২ টি বিমানে ভারতীয়দের উদ্ধার করছেন। ছবি: সংগৃহীত

মহাশ্বেতা জানিয়েছে, এটা তাঁর পাইলট জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা যেখানে অসুস্থ ও অল্প বয়সী পড়ুয়াদের তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ছবি: সংগৃহীত

মহাশ্বেতা বিগত ৪ বছর ধরে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। সেদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের লড়াই করে যাওয়ার ক্ষমতাকে তিনি কুর্নিশ জানিয়েছেন। ছবি: সংগৃহীত

মহাশ্বেতা জানিয়েছেন, একদিন রাতে তাঁর সংস্থা থেকে তাঁকে ফোন করে জানান হয় যে তাঁকে উদ্ধার অভিযানে বিমান চালানোর জন্য বেছে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন ২ ঘন্টার মধ্যে তৈরি হয়ে তিনি ইস্তানবুলে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে পোল্যান্ডে উদ্ধার করতে গিয়েছিলেন। ছবি: সংগৃহীত

এখন অবধি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে ৭৭ টি উদ্ধারকারী বিমান চালিয়েছে কেন্দ্র। ইন্ডিগো, স্পাইসজেটের মত বেসরকারি সংস্থাগুলিও সরকারকে এই কাজে সাহায্য করেছে। ছবি: সংগৃহীত