VC Meet: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বৈঠকে হাজির রাজ্যের একাধিক উপাচার্য
VC: এদিন সন্ধ্যায় শহরের পাঁচতারা হোটেলে মূলত আলোচনামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে শিক্ষাবিদ ও শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্তদের আলোচনার অনুষ্ঠান এটি। উপাচার্যদের দাবি, তাঁরা শিক্ষাবিদ হিসাবে এসেছেন।

কলকাতা: রাজ্য-রাজ্যপালে সংঘাতে এবার নয়া মোড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ডাকা অনুষ্ঠানে হাজির উপাচার্যদের বৃহদংশ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে না যাওয়া রেজিস্ট্রারদের একাংশও হাজির শহরের পাঁচতারা হোটেলে ওই অনুষ্ঠানে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওই অনুষ্ঠানে আসা উপাচার্য-রেজিস্ট্রারদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকও হওয়ার কথা বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার তত্ত্বাবধানে এই উপাচার্য-রেজিস্ট্রাররা এসেছেন। তাঁদের সঙ্গে মন্ত্রীর বৈঠকের জন্য একটি আলাদা কক্ষও রাখা হয়েছে। এদিনের বৈঠকে উঠে আসতে পারে উপাচার্য নিয়োগসংক্রান্ত দড়ি টানাটানির বিষয়টি। এমনও শোনা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাতে কাগজে বেশ কিছু নোটও লিখে এনেছেন উপাচার্যরা।
এদিন সন্ধ্যায় শহরের পাঁচতারা হোটেলে মূলত আলোচনামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে শিক্ষাবিদ ও শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্তদের আলোচনার অনুষ্ঠান এটি। এদিনের অনুষ্ঠানে হাজির থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজভবন তরজা তুঙ্গে। এই মুহূর্তে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এই নিয়োগ কোনওভাবেই মানতে নারাজ সরকার। যাদবপুর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এমনকী বিএড বিশ্ববিদ্য়ালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েরও অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল বোস।
এই আবহে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বৈঠকে দেখা গেল বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তীদের। এই ছবি উস্কে দিল প্রশ্ন, তবে কি এবার রাজ্য-রাজভবন সংঘাতের মাঝে কেন্দ্রীয় হস্তক্ষেপ? উপাচার্যদের অবশ্য দাবি, তাঁরা শিক্ষাবিদ হিসাবে এসেছেন।
