Menaka Gambhir: বিদেশ যেতে চেয়ে করা মামলা প্রত্যাহার মেনকা গম্ভীরের

Menaka Gambhir: এর আগে ব্যাঙ্ককে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। উচ্চ-আদালতে জানান, তাঁর মা অসুস্থ।

Menaka Gambhir: বিদেশ যেতে চেয়ে করা মামলা প্রত্যাহার মেনকা গম্ভীরের
মেনকা গম্ভীর

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2022 | 11:51 AM

কলকাতা: মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। বিদেশ যেতে চেয়ে মামলা করেছিলেন তিনি। সোমবার সেই মামলাটি প্রত্যাহার করে নেন। নতুন করে আবেদন জানাবেন। সেই কারণে মামলা প্রত্যাহার বলে জানান মেনকার আইনজীবী। ইতিমধ্যে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

এর আগে ব্যাঙ্ককে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। উচ্চ-আদালতে জানান, তাঁর মা অসুস্থ। সেই কারণে মা-কে দেখতে ব্যাঙ্ককে যাওয়া তাঁর প্রয়োজন। তখন মেনকার আবেদনে আপত্তি জানান ইডির আইনজীবী। লুক আউট নোটিসের কারণ দর্শান তিনি। তাই অভিষেক শ্যালিকাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি সঠিক হবে না বলেও মন্তব্য করেন ইডির আইনজীবীা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত্রি ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? ইডির তরফে আইনজীবী উল্লেখ করেছিলেন, যদি মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে সেটা ঠিক হয়নি। এটা ইচ্ছাকৃত নয়। তাই এটা আদালত অবমাননার নয়, হয়রানির অভিযোগ হতে পারে।

যদিও, বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সওয়াল জবাবের পর জানিয়ে দেন ইডি ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দেননি। সেক্ষেত্রে মেনকার আবেদন খারিজ হয়ে যায় আদালতে। মূলত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একাধিকবার ইডির মুখোমুখিও হয়েছেন তাঁরা।