
কলকাতা: কাশ্মীরে পর্যটকদের উপরে বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। দিকে দিকে উঠছে বদলার রব। এরইমধ্যে এদিন দিনভর রাজ্যের নানা প্রান্তে মসজিদ থেকে দেওয়া হল সম্প্রীতির বার্তা। একইসঙ্গে রাস্তা নেমেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে দেখা গেল সংখ্যালঘু সমাজের বড় অংশের মানুষদের। এদিন জুম্মা নামাজের শেষে রাজাবাজার জামা মসজিদের রাজাবাজার মোড়ে প্লাকার্ড হাতে চলল প্রতিবাদ। মানব বন্ধনের পাশাপাশি হাতে কালো রিবন লাগিয়ে প্রতিবাদে সরব হতে দেখা গেল সংখ্যালঘুদের।
অন্যদিকে একাধিক জেলাতেও দেখা গেল একই ছবি। রায়গঞ্জের জামা মসজিদের ইমামও কড়া বার্তা দিলেন কাশ্মীরের ঘটনা প্রসঙ্গে। একইসঙ্গে শুক্রবার জুম্মার নমাজে কাশ্মীর সহ গোটা দেশে শান্তির জন্য চলল প্রার্থনা। এদিন নামাজের শুরুতে সম্প্রীতির বার্তা দিতে দেখা গেল বর্ধমান ভেড়িখানা জামা মসজিদের ইমাম শেখ মঈনুদ্দিনকেও। মসজিদের মোয়াজ্জেম ফারুক আনসারি বলেন, প্রত্যেকটা এলাকায় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াই। এলাকায় যেন সম্প্রতি বজায় থাকে। মসজিদ থেকে নামাজের শুরুতে এই বার্তাই দেওয়া হয়েছে। একইসঙ্গে কাশ্মীরে ঘটনার নিন্দা করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
নামাজ শেষ হতেই সম্প্রীতির বার্তা দিলেন আরামবাগের কালীপুরে হোরপুর সাইয়েদিয়া দরবার শরিফের পীরে ত্বরীকাত সৈয়দ বাকিবুল ইসলামকেও। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করলেন। শোকসভা হল ধূপগুড়ি জামা মসজিদেও। একইসঙ্গে শান্তির বার্তা দিলেন মসজিদের ইমাম মোহাম্মদ উজালউদ্দিন আহমেদ।