
কলকাতা: একদিন-দু’দিন ছাড়া-ছাড়াই সমস্যা হচ্ছে মেট্রোয় (Kolkata Metro)। আবারও মেট্রোর ব্লু (Blue) লাইনে সমস্যা। জানা যাচ্ছে, দমদম থেকে ময়দান পর্যন্ত সাময়িক বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। প্রতিদিন এভাবে মেট্রো বন্ধ হওয়ায় বিরক্ত নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, এ দিন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ মেট্রোতে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাত্মা গান্ধী স্টেশনের আপলাইনে এই সমস্যা দেখা দেয়। জানা যাচ্ছে, এরপর ডাউন এবং আপলাইনের সব মেট্রো সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে।
গতকালও কালীঘাট মেট্রো স্টেশনে দশ মিনিটের জন্য দুর্ভোগ হয়েছিল। সেখানে ডিসপ্লে বোর্ড কাজ করছিল না ঠিকমতো করে। এরপর আজ অর্থাৎ বুধবার ফের দেখা গেল মেট্রোয় বিভ্রাট। কয়েকদিন আগে দমদমের সিগন্যালে মেট্রোয় সমস্যা দেখা গিয়েছিল। যার জের চরম দুর্ভোগ পড়েন যাত্রীদের বড় অংশ। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও চলেনি মেট্রো। কয়েকজন যাত্রী সেই সময়ই বলেছিলেন, দমদমে সিগন্যালে সমস্যা শুনছি। রোজ-রোজ যদি এইভাবে সমস্যা দেখা দেয় তাহলে তো খুবই অসুবিধায় পড়তে হয়। একদিন ছাড়া-ছাড়াই এইভাবে মেট্রো সমস্যায় পড়তে হচ্ছে।
আজও মেট্রোয় দুর্ভোগের ঘটনায় একাধিক যাত্রী ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের সকলেরই একই দাবি, এই ভাবে মাঝে-মাঝেই অসুবিধায় পড়তে হচ্ছে। আজ এই স্টেশন তো কাল ওই স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এটা ভীষণই বিরক্তিকর। প্রতিবার পৌঁছতে দেরী হয়ে যাচ্ছে ঠিক এই কারণে।