Kolkata Metro: কেটে গেল বউবাজারের ‘ফাঁড়া’! শীঘ্রই শুরু হবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো
Kolkata Metro: এদিন ভূ-গর্ভের নিরাপত্তা, বউবাজারের তলায় বারবার করে বিপর্যয় ঘটে যাওয়া অংশে কী অবস্থা হয়ে রয়েছে, কম্পনরোধী যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি পর্যাপ্ত কিনা, এই প্রতিটি বিষয়ই খতিয়ে দেখেন আধিকারিকরা।

কলকাতা: অফিস যাওয়া এখন মিনিট খানেকের ব্যাপার। ঝুলতে হবে না বাসে। এসির মধ্যেই হাওড়া থেকে পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভ। শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্লেনেড পর্যন্ত মেট্রো পরিষেবা। রবিবার ওই অংশেই ২.৪ কিলোমিটার মেট্রো রুট পরিদর্শন করল কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই লাইন যাচাই পর্বে অংশগ্রহণ করেছিলেন কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিকরাও।
এদিন ভূ-গর্ভের নিরাপত্তা, বউবাজারের তলায় বারবার করে বিপর্যয় ঘটে যাওয়া অংশে কী অবস্থা হয়ে রয়েছে, কম্পনরোধী যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি পর্যাপ্ত কিনা, এই প্রতিটি বিষয়ই খতিয়ে দেখেন আধিকারিকরা।
মেট্রো সূত্রে খবর, বউবাজারে ঘিরে বারংবার পরিস্থিতি জটিল হলেও, আজকের পরিদর্শনে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সংযোগের অংশে কোনও রকম ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়নি। সেই ভিত্তিতে মেট্রো আধিকারিকদের অনুমান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসপ্লেনেড হয়ে জুড়ে যাবে এই নতুন রুট। যা আবার গিয়ে জুড়বে হাওড়া ময়দানে। তার ফলে স্বপ্নপূরণ হবে হাওড়া প্রান্ত থেকে আসা অফিস যাত্রীদের। এক ঝটকায় তারা পৌঁছে যেতে পারে সেক্টর ৫-এ। হাওড়া ময়দান থেকে এসপ্লেনেড পর্যন্ত মোট ৪.৮ কিলোমিটার রুটে যাত্রী পরিষেবা সচল রয়েছে। অন্যদিকে, শিয়ালদহ থেকে আবার সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো অব্যাহত। জটিলতা তৈরি হয়েছিল মাঝের অংশে। ‘কাঁটা’ বউবাজারের জেরে কিছুতেই শুরু করা যাচ্ছিল না এসপ্লেনেড-শিয়ালদহ রুট। এবার সেই স্বপ্নই হতে চলেছে সফল।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই বউবাজারের যে অংশে বিপর্যয় হয়েছিল, সেখান দিয়ে চলে মেট্রো রেক। ২০১৯ সালে এই অংশে ভূগর্ভস্থ লাইন নির্মাণ করতে গিয়ে প্রায় চারবার বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। যার জেরে আদৌ হাওড়া-সেক্টর ৫ মেট্রো প্রকল্পের স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা সেই নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু অবশেষে কেটেছে ‘অভিশাপ’। ফুটেছে নতুন আলো।

