Kolkata Metro: আড়াই দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো, কোন রুটে যাবেন দেখে নিন

Sayanta Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 07, 2025 | 1:04 PM

Metro: কতটা নিরাপদ এই লাইন? কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? মেট্রো সূত্রে জানা গিয়েছে, এইসব বিষয় খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। আর সেই কারণে বন্ধ করে রাখা হবে পরিষেবা।

Kolkata Metro: আড়াই দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো, কোন রুটে যাবেন দেখে নিন
ফাইল ফোটো

Follow Us

কলকাতা: ফের সমস্যায় পড়তে চলেছেন ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রীরা। আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো সূত্রে খবর, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ যুক্ত করে যাতে পরিষেবা দ্রুত শুরু করা যায়, তার জন্য যাবতীয় সিগনালিং প্রক্রিয়া অডিট করা হবে এই আড়াই দিনে। যেকারণে এই আড়াই দিন মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতটা নিরাপদ এই লাইন? কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? মেট্রো সূত্রে জানা গিয়েছে, এইসব বিষয় খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। আর সেই কারণে বন্ধ করে রাখা হবে পরিষেবা।

এদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়তে পারে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো রওনা দিতে পারে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

আড়াই দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর সোমবার সকালে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল সোয়া আটটায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে প্রথম মেট্রো রওনা দিতে পারে ৮টা ৫ মিনিটে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে তারা জানিয়েছে।

 

Next Article