Kolkata Metro: ২০২৪ সালেই কলকাতা বিমানবন্দর থেকে শুরু হচ্ছে মেট্রো চলাচল

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Aug 22, 2023 | 10:23 PM

Kolkata Metro: মেট্রো রেলের জিএম আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে সেটা সম্ভব না হলে ২০২৬ এর জুন মাসে শুরু হবে এই পরিষেবা।

Kolkata Metro: ২০২৪ সালেই কলকাতা বিমানবন্দর থেকে শুরু হচ্ছে মেট্রো চলাচল
কলকাতা মেট্রো। ফাইল ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ২০২৪ সালের ডিসেম্বরে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। দাবি মেট্রো কর্তৃপক্ষের। একইসঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর মাসে কলকাতা (Kolkata) বিমানবন্দর থেকে দ্বিতীয় রুটের মেট্রো লাইনের কাজ শুরু করার চিন্তাভাবনা মেট্রো কর্তৃপক্ষের। মঙ্গলবার দুপুরে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এ কথা জানালেন। জানালেন আগামীর পরিকল্পনার কথা। 

তাঁর কথায়, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। পরবর্তী পদক্ষেপে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের কাজ শেষ হবে ২০২৪ সালের জুনের মধ্যে। আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে মেট্রো চলাচল শুরু হবে কবি সুভাষ থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত। 

মেট্রো রেলের জিএম আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে সেটা সম্ভব না হলে ২০২৬ এর জুন মাসে শুরু হবে এই পরিষেবা। তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া হয়ে কলকাতা বিমানবন্দরে মেট্রো রেল পৌছাবে ২০২৪ সালের ডিসেম্বরে। জি এম জানান, কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুটের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে পাশাপাশি কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনটিকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়েই করা হবে বলে তিনি জানিয়েছেন।

Next Article