Metro Service Disrupted: লাইনে জল ঢুকে বন্ধ মেট্রো পরিষেবা, স্টেশনে উপচে পড়ছে ভিড়! চরম ভোগান্তি সপ্তাহের প্রথম দিনেই

Metro Service Disrupted: চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের লাইনের মধ্যে জল ঢুকে যায়। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বর্তমানে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে।

Metro Service Disrupted: লাইনে জল ঢুকে বন্ধ মেট্রো পরিষেবা, স্টেশনে উপচে পড়ছে ভিড়! চরম ভোগান্তি সপ্তাহের প্রথম দিনেই
বন্ধ মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 30, 2025 | 11:40 AM

কলকাতা: একদিকে ট্রেনে সমস্যা, আরেকদিকে বন্ধ মেট্রো পরিষেবাও। সপ্তাহের প্রথম দিনে ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। মেট্রোর টানেলে জল ঢুকে যাওয়ার কারণেই থমকে গিয়েছে পরিষেবা। সকাল ১০:৫৮ মিনিট নাগাদ সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু হল।

গতকাল রাতভর বৃষ্টির কারণে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো চত্বরে জল জমে যায়। সেই জমা জলই মেট্রোর লাইনে ঢুকে যায়। বেশ অনেকটাই জল জমে যায়। প্রায় ২ ঘণ্টার বেশি সময় মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরে সকাল ১১টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের লাইনের মধ্যে জল ঢুকে যাওয়ার জেরে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। চরম ভোগান্তি যাত্রীদের। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ মেট্রো চলাচল। ভিড় ক্রমশ বাড়ছে মেট্রো স্টেশনগুলিতে। যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছিলেন না। অফিসের ব্যস্ত সময় মেট্রো পরিষেবা বিপর্যস্ত। ময়দান থেকে প্রতিটি মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়।

সকালে মেট্রো পরিষেবা চালুর পর প্রায় ঘণ্টা দুয়েক শুধুমাত্র গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। তবে মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাস, ট্যাক্সি ধরে যাত্রীদের গন্তব্যে যেতে হয়।

থার্ড লাইন বন্ধ করে জল নিষ্কাশনের কাজ চলে। কীভাবে বৃষ্টির জমা জল লাইনের ভেতরে ঢুকে পড়ল তা খতিয়ে দেখছে মেট্রোর আধিকারিকরা।