Kolkata Metro: ৪০ মিনিট পার, নেই কোনও মেট্রো, অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা

Kavi subhash to Dakshineswar: কিন্তু জানা যাচ্ছে, ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছে না কোনও মেট্রো। চরম বিপাকে যাত্রীরা। জানা যাচ্ছে, শহীদ ক্ষুদিরাম - দক্ষিণেশ্বরের মাঝে এই মেট্রো বিভ্রাট হয়েছে। 

Kolkata Metro: ৪০ মিনিট পার, নেই কোনও মেট্রো, অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা
কবি সুভাষ মেট্রোImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 28, 2025 | 10:14 AM

কলকাতা: ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। সময় মতো চলল না মেট্রো। মূলত, সকাল নাগাদ মেট্রোর প্রত্যেকটি স্টেশনে থাকে যাত্রীদের ব্যাপক ভিড়। দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর উপরই ভরসা রাখেন তাঁরা। কিন্তু জানা যাচ্ছে, ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছে না কোনও মেট্রো। চরম বিপাকে যাত্রীরা। জানা যাচ্ছে, শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বরের মাঝে এই মেট্রো বিভ্রাট হয়েছে।

জানা যাচ্ছে, শহিদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ অর্থাৎ মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই বিপর্যস্ত রয়েছে পরিষেবা। আজও (বৃহস্পতিবার) তার ব্যতিক্রম হল না। প্রায় চল্লিশ মিনিট ধরে কোনও মেট্রো চলছে না। অনেকক্ষণ ধরে যাত্রীরা টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তাঁরা ক্ষোভ উগরে দেন। যাত্রীদের একাংশ বলছেন, শহিদ ক্ষুদিরামের দিকে কোনও মেট্রো ঘোষণা নেই। কোনও মেট্রো ঢুকছে না। তবে এই ঘটনা প্রথম নয়, সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন যাত্রীরা। বৃহস্পতিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা মহানায়ক উত্তম কুমার থেকে নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এক লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা। যে কারণে প্রথম দিনই সময় মত মেট্রো চালাতে না পেরে পরিস্থিতি বিপর্যস্ত।

সম্প্রতি হাওড়া স্টেশন থেকে সোজা সেক্টর ফাইভের উদ্দেশে মেট্রো রুট চালু হয়েছে। আর এই মেট্রো চালু হতেই অফিস যাত্রীদের অনেকেই খুশি হয়েছিলেন। মূলত, দক্ষিণ কলকাতা থেকে সেক্টর ফাইভে আসেন তাঁদের অনেকেই ব্লু লাইনে ধর্মতলা এসে তারপর মেট্রো চেঞ্চ করে ফের ইয়ালো লাইনের মেট্রোয় ওঠেন। কিন্তু ব্যস্ত সময়ে এই ট্রেন না পাওয়ায় বিভ্রাটে তাঁরা।