Minister Arup Biswas tested COVID19 Positive: আজই ছুটি! স্থিতিশীল হলেও একান্তবাসেই থাকবেন করোনা আক্রান্ত মন্ত্রী অরূপ বিশ্বাস

কলকাতা: হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে  বিদ্যুৎ মন্ত্রীর শারীরিক অবস্থা। তবে দুর্বলতা কাটতে সময় লাগে। রয়েছে মাথাযন্ত্রণায়। বাড়িতে একান্তবাসে টানা বিশ্রামেই সুস্থ হতে পারবেন মন্ত্রী।

Minister Arup Biswas tested COVID19 Positive: আজই ছুটি! স্থিতিশীল হলেও একান্তবাসেই থাকবেন করোনা আক্রান্ত মন্ত্রী অরূপ বিশ্বাস
ছুটি পেলেন অরূপ, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 1:26 PM

কলকাতা:  রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিতে শুরু করেছে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। স্থিতিশীল হলেও এখনও বেশ খানিকটা দুর্বল তিনি। রয়েছে মাথাযন্ত্রণাও। মঙ্গলবারই, উডল্যান্ডস হাসপাতাল থেকে সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরবেন বিদ্যুৎমন্ত্রী (Arup Biswas)।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে  বিদ্যুৎ মন্ত্রীর শারীরিক অবস্থা। তবে দুর্বলতা কাটতে সময় লাগে। রয়েছে মাথাযন্ত্রণায়। বাড়িতে একান্তবাসে টানা বিশ্রামেই সুস্থ হতে পারবেন মন্ত্রী। সবদিক খতিয়ে দেখিয়ে মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে উডল্যান্ডস কর্তৃপক্ষ। এছাড়াও, শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও ভালর দিকেই রয়েছে। প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি। রক্তের যে সব পরীক্ষা করা হয়েছিল সেগুলির ফলাফলেও চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তিন সদস্যের মেডিক্যাল বোর্ড মন্ত্রীর শারীরিক পরিস্থিতির উপর নজর রেখেছিল।

কোভিড আক্রান্ত হওয়ার পর হাসপাতালের যে কেবিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল, সেই একই কেবিনে মন্ত্রীকেও ভর্তি করা হয়। হাসপাতালের ৩২৯  নম্বর কেবিনে ভর্তি ছিলেন তিনি। জিনোম পরীক্ষার পর জানা যায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে অরূপ আক্রান্ত নন।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। কারণ, ৩০ ডিসেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে দলীয় বৈঠক হয়েছিল চার পুরনিগমের নির্বাচন নিয়ে,সেই বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস। তার দুই দিন পর, শনিবার অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফলে সেদিন যাঁরা যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের শারীরিক গতিবিধির উপর নজর রাখা শুরু হয়।

গত শনিবারই অরূপ বিশ্বাসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আর দেরি না করে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল ভর্তি হন তিনি। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই হাসাপাতালে ঢোকেন তিনি।

এদিকে বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের কলকাতা ও তার সংলগ্ন এলাকায় একাধিক নেতা করোনায় আক্রান্ত হচ্ছেন। কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের শপথ নেওয়ার অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ঘরের একাধিক পুর কর্মীর।

সূত্রের খবর, ফিরহাদ হাকিমের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন এমন প্রায় ৪০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর কলকাতার এক বোরো চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকজনের করোনা পজিটিভি ধরা পড়েছে বলে খবর। পুরনিগমের বেশ কয়েকজন কর্মীও জ্বর-জ্বর অনুভব করছেন। যাঁদের যাঁদের শরীরে উপসর্গ দেখা গিয়েছে, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। গতকালই সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু।

আরও পড়ুন: ‘গ্রুপের রাজনীতি বিজেপিতে হয় না’

আরও পড়ুন: কলকাতা থেকে দুুবাইগামী বিমানের পাঁচ যাত্রী পজিটিভ, চাঞ্চল্য