Bratya Basu: আইনি সমাধান না বেরনো পর্যন্ত কী ভবিষ্যত চাকরিহারাদের? শুক্রবার বৈঠক ডাকলেন ব্রাত্য
TMC Bratya Basu: ধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাঁদের কাছে আসার পরই নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট বৈঠকের আলোচনায় উঠে এসেছে, আইনিভাবে কীভাবে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায়।

কলকাতা: সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পর তাঁদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি সপ্তাহের শুক্রবারই বৈঠকে বসবেন তিনি। উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান,দফতরের সচিব।
বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাঁদের কাছে আসার পরই নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট বৈঠকের আলোচনায় উঠে এসেছে, আইনিভাবে কীভাবে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায়। একই সঙ্গে যাদের চাকরি গিয়েছে, তাঁদের নেতৃত্বের সঙ্গেও সেই বিষয়েই কথা হয়েছে। কবে আসবেন, সেই তারিখও ঠিক হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি এও বলেন, “এসএসসি-র চেয়ারম্যান থাকবেন,পুরো কমিটি থাকবে। বিভাগীয় সচিব থাকবেন। বসে একটা সুরাহা হবে।” অর্থাৎ, আইনি সমাধানসূত্র না বেরনো পর্যন্ত কী ভবিষ্যত হতে চলেছে চাকরিহারাদের, সেই বিষয়ে বৈঠক বলে খবর।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে তিনি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি-র কথা বলেন। শুধু তাই নয়, চাকরিহারাদের স্বেচ্ছাশ্রম বা ভলান্টিয়রি কাজের পরামর্শ দেন তিনি। যদিও, তাতে একাংশ শিক্ষক-শিক্ষিকারা রাজি হননি। তাঁরা চাইছেন যোগ্যরা যেন নিজের-নিজের চাকরিতে বহাল থাকেন।

